Ajker Patrika

সুখী দেশের তালিকার শীর্ষে আবারও ফিনল্যান্ড, এগিয়েছে বাংলাদেশ

সুখী দেশের তালিকার শীর্ষে আবারও ফিনল্যান্ড, এগিয়েছে বাংলাদেশ

পর পর পাঁচ বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের শীর্ষ অবস্থানে আসন গেড়ে আছে ফিনল্যান্ড। আজ শুক্রবার জাতিসংঘের সৌজন্যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামে এক বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থানও আগের চেয়ে কিছু ভালো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

সুখের পরিমাপক হিসেবে, দেশটির সামাজিক সুযোগ-সুবিধা, সামাজিক উদারতা, ব্যক্তিগত স্বাধীনতা, মোট দেশজ উৎপাদন-জিডিপি, গড় আয়ু এবং দুর্নীতির মাত্রা বিষয়গুলোকে সামনে রাখা হয়। এদিকে এবার করোনা মহামারির আগে এবং পরে মানুষের আবেগ তুলনা করার জন্য সামাজিক মিডিয়া থেকে ডেটা ব্যবহার করা হয়েছে। এবারের প্রতিবেদনটি রাশিয়ার ইউক্রেন হামলার আগেই সম্পন্ন করা হয়। অ্যানালেটিক রিসার্চ গ্যালাপ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা এই প্রতিবেদন তৈরি করেছে। এবারে দশমবারের মতো হ্যাপিনেস রিপোর্ট প্রকাশিত হলো। 

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে, বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হলো আফগানিস্তান। এরপরই রয়েছে লেবাননের অবস্থান। সুখী দেশের তালিকায় সার্বিয়া, বুলগেরিয়া এবং রোমানিয়ার উন্নতি হলেও লেবানন, ভেনেজুয়েলা এবং আফগানিস্তানের বড় পতন হয়েছে। 

 অর্থনৈতিক সংকটে ভোগা লেবানন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ১৪৭ দেশের মধ্যে ১৪৬ নম্বরে রয়েছে। আর এ তালিকার তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে মানবিক সংকট আরও ঘনীভূত হয়েছে। 

 জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই শীতে সহায়তা না পেলে পাঁচ বছরের কম ১০ লাখ শিশু আফগানিস্তানে মারা যেতে পারে। 

এবারের সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে উত্তর ইউরোপের দেশগুলো। তালিকায় ফিনল্যান্ডের পরই আছে ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডস। এই তালিকায় তিন ধাপ এগিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অবস্থান এখন ১৬। আর যুক্তরাজ্যের অবস্থান ১৫। ফ্রান্সের অবস্থান সুখী দেশের তালিকায় ২০। বাংলাদেশ আছে তালিকার ৯৪ নম্বরে। সে হিসেবে 

বাংলাদেশ র‍্যাংকিংয়ে সাত ধাপ এগিয়েছে। এদিকে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ১৩৬ এবং পাকিস্তান ১২১।

 প্রতিবেদনটির সহ-লেখক জেফরি শ্যাস বলেন, বছরের পর বছর ধরে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের শিক্ষা হলো সামাজিক সমর্থন, একে অপরের প্রতি উদারতা এবং সরকারে সততার জন্য গুরুত্বপূর্ণ। এ নিয়ে বিশ্ব নেতাদের সতর্ক হওয়া উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত