তাঁদের চাওয়া বসতঘর রক্ষার বাঁধ
‘১৯ বছর আগে স্বামী মারা গেছেন। যমুনায় ১৩ বার আমার তৈরি ঘর ভাইঙ্গা গেছে। প্রথমে ইসলামপুর উপজেলায় ছিলাম, এরপর বাড়ি ভাঙতে ভাঙতে এলাম দেওয়ানগঞ্জ উপজেলার বেলগাছি এলাকায়। এরপর ফুটানিবাজার, ডাকের চর। এখন খোলাবাড়ী এলাকায় খেত লিজ নিয়ে ঘর বানাইছি’