Ajker Patrika

পৈতৃক জমি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ২০: ৩৩
পৈতৃক জমি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে নিজেদের পৈতৃক জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী পৈতৃক জমি পরিদর্শন করেন। 

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। 

জলাভূমির অন্তর্গত এই অঞ্চলের জমিগুলো বছরের ৮-৯ মাসই পানির নিচে থাকে। ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে এই জমিগুলো চাষ উপযোগী করে তোলার ব্যাপারে নির্দেশনা দেন বঙ্গবন্ধুকন্যা। 

দেশের সকল অনাবাদি পতিত জমিতে চাষাবাদ করার আহ্বান প্রধানমন্ত্রীরএ সময় প্রধানমন্ত্রী সারা দেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘কোথাও যেন এক ইঞ্চি জমিও খালি না থাকে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত