শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেলওয়ে স্টেশন এলাকায় রেলের জমি দখল করে বাসাবাড়ি ও দোকানপাট নির্মাণ করা হচ্ছে। সেই সঙ্গে পুকুর দখল করে মাছের চাষ করা হচ্ছে।
রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণভাবে দোকানপাট বসিয়ে তোলা হচ্ছে মাসোহারা। স্টেশন ছাড়া দৃশ্যমান কোনো জমি নেই রেলওয়ের দখলে। রেলওয়ের কর্মচারীদের সঙ্গে যোগসাজশে এক জনপ্রতিনিধি ও স্থানীয় কিছু লোক এসব জমি দখল করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যেই স্টেশনটির মোট প্রায় ৩৭ একর জমির মধ্যে ১৫ একর দখল হয়ে গেছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বাণিজ্যিকভাবে কাওরাইদ রেলওয়ে স্টেশনের গুরুত্ব অনেক। আশপাশের রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে কাওরাইদ রেলস্টেশনের জমি সবচেয়ে বেশি। এর মধ্যেই স্টেশনটির প্রায় অর্ধেক জমি দখল হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, এই দখলের সঙ্গে জড়িত কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নূরুল ইসলাম।
রেলওয়ে স্টেশনের জমিতে তাঁর বিশাল একটি দখল রয়েছে। রেলওয়ে জমি দখল করে তিনি ছোট-বড় কমপক্ষে ১৫টি দোকান গড়ে তুলেছেন বলে অভিযোগ করেন তাঁরা।
কাওরাইদ বাজারের ব্যবসায়ী মো. বাচ্চু বলেন, ‘ইউপি সদস্য নূরুল ইসলাম তাঁর ক্ষমতার প্রভাব খাঁটিয়ে রেলওয়ের অনেক জমি দখলে রেখেছেন। রেলের স্থানীয় কিছু লোকও তাঁর কাছ থেকে সুবিধা নিয়ে জমে দখলের সুযোগ করে দিচ্ছেন। এগুলো রেলওয়ের লোকজন দেখেও না দেখার ভান করে থাকেন।’
অন্যদিকে রেলওয়ের খালাসি বিভাগের কর্মচারী বাবু। তাঁর রয়েছে অন্যরকম দাপট। অভিযোগ রয়েছে, রেলওয়ের মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কোয়ার্টার ভেঙে গড়ে তুলেছেন নতুন নতুন ঘর।
এগুলো ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছেন নিয়মিত মাসোহারা। আবার রেললাইনের পাশে কমপক্ষে ত্রিশটি ছোট-বড় দোকানপাট বসিয়ে মাস হিসেবে ভাড়া নিচ্ছেন। খালাসি বাবুর নিয়ন্ত্রণে চলছে কয়েকটি খাবারের হোটেলও। এ ছাড়া স্থায়ীয় ইব্রাহিম, খায়রুল ইসলাম, আনিসুল, রুহুল আমিনসহ অনেকেই রেলওয়ের জমি দখলের সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।
রেলওয়ের জমিতে গড়ে তোলা খাবারের হোটেলের মালিক বাবুর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমি গরিব মানুষ। এখানে হোটেল দিয়ে পরিবার-পরিজন নিয়ে কোনো রকমে চলি। এর জন্য রেলওয়ের লোকজনকে প্রতি মাসে টাকা দিতে হয়। বাবু নামের একজন টাকা নেন।’
কাওরাইদ রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা রেলওয়ের কর্মচারী খালাসি বাবু মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
রেলওয়ের জমি দখলের বিষয়ে জানতে চাইলে মো. নূরুল ইসলাম বলেন, ‘আমি রেলওয়ের কোনো জমি দখল করিনি। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি রেলওয়ের যেটুকু জমি লিজ নিয়েছি, সেটুকুতেই আছি।’
কাওরাইদ রেলওয়ে স্টেশনে দায়িত্বে থাকা রেলওয়ে সার্ভেয়ার মো. ফুরকান মিয়া বলেন, ‘রেলওয়ের জমি উদ্ধারের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের অনেক জমি এরই মধ্যে দখল হয়েছে। এই দখলের সঙ্গে অনেকেই জড়িত রয়েছে।’
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের নির্বাহী কর্মকর্তা মো. সফিউল্লাহ বলেন, ‘কাওরাইদ রেলওয়ে স্টেশনের জমি দখলের চিত্র আমাদের রয়েছে। দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সাধারণত রেলওয়ের জমি বাণিজ্যিক, কৃষি ও মৎস্য—এই তিন ভাগে লিজ দেওয়া হয়ে থাকে। কিন্তু বর্তমানে রেলওয়ের জমি লিজ দেওয়া বন্ধ রয়েছে। যারা লিজ নিয়েছে বলে দাবি করছে, কাগজপত্র যাচাই-বাছাই করে সেগুলো উদ্ধার করা হবে।’
গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেলওয়ে স্টেশন এলাকায় রেলের জমি দখল করে বাসাবাড়ি ও দোকানপাট নির্মাণ করা হচ্ছে। সেই সঙ্গে পুকুর দখল করে মাছের চাষ করা হচ্ছে।
রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণভাবে দোকানপাট বসিয়ে তোলা হচ্ছে মাসোহারা। স্টেশন ছাড়া দৃশ্যমান কোনো জমি নেই রেলওয়ের দখলে। রেলওয়ের কর্মচারীদের সঙ্গে যোগসাজশে এক জনপ্রতিনিধি ও স্থানীয় কিছু লোক এসব জমি দখল করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যেই স্টেশনটির মোট প্রায় ৩৭ একর জমির মধ্যে ১৫ একর দখল হয়ে গেছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বাণিজ্যিকভাবে কাওরাইদ রেলওয়ে স্টেশনের গুরুত্ব অনেক। আশপাশের রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে কাওরাইদ রেলস্টেশনের জমি সবচেয়ে বেশি। এর মধ্যেই স্টেশনটির প্রায় অর্ধেক জমি দখল হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, এই দখলের সঙ্গে জড়িত কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নূরুল ইসলাম।
রেলওয়ে স্টেশনের জমিতে তাঁর বিশাল একটি দখল রয়েছে। রেলওয়ে জমি দখল করে তিনি ছোট-বড় কমপক্ষে ১৫টি দোকান গড়ে তুলেছেন বলে অভিযোগ করেন তাঁরা।
কাওরাইদ বাজারের ব্যবসায়ী মো. বাচ্চু বলেন, ‘ইউপি সদস্য নূরুল ইসলাম তাঁর ক্ষমতার প্রভাব খাঁটিয়ে রেলওয়ের অনেক জমি দখলে রেখেছেন। রেলের স্থানীয় কিছু লোকও তাঁর কাছ থেকে সুবিধা নিয়ে জমে দখলের সুযোগ করে দিচ্ছেন। এগুলো রেলওয়ের লোকজন দেখেও না দেখার ভান করে থাকেন।’
অন্যদিকে রেলওয়ের খালাসি বিভাগের কর্মচারী বাবু। তাঁর রয়েছে অন্যরকম দাপট। অভিযোগ রয়েছে, রেলওয়ের মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কোয়ার্টার ভেঙে গড়ে তুলেছেন নতুন নতুন ঘর।
এগুলো ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছেন নিয়মিত মাসোহারা। আবার রেললাইনের পাশে কমপক্ষে ত্রিশটি ছোট-বড় দোকানপাট বসিয়ে মাস হিসেবে ভাড়া নিচ্ছেন। খালাসি বাবুর নিয়ন্ত্রণে চলছে কয়েকটি খাবারের হোটেলও। এ ছাড়া স্থায়ীয় ইব্রাহিম, খায়রুল ইসলাম, আনিসুল, রুহুল আমিনসহ অনেকেই রেলওয়ের জমি দখলের সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।
রেলওয়ের জমিতে গড়ে তোলা খাবারের হোটেলের মালিক বাবুর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমি গরিব মানুষ। এখানে হোটেল দিয়ে পরিবার-পরিজন নিয়ে কোনো রকমে চলি। এর জন্য রেলওয়ের লোকজনকে প্রতি মাসে টাকা দিতে হয়। বাবু নামের একজন টাকা নেন।’
কাওরাইদ রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা রেলওয়ের কর্মচারী খালাসি বাবু মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
রেলওয়ের জমি দখলের বিষয়ে জানতে চাইলে মো. নূরুল ইসলাম বলেন, ‘আমি রেলওয়ের কোনো জমি দখল করিনি। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি রেলওয়ের যেটুকু জমি লিজ নিয়েছি, সেটুকুতেই আছি।’
কাওরাইদ রেলওয়ে স্টেশনে দায়িত্বে থাকা রেলওয়ে সার্ভেয়ার মো. ফুরকান মিয়া বলেন, ‘রেলওয়ের জমি উদ্ধারের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের অনেক জমি এরই মধ্যে দখল হয়েছে। এই দখলের সঙ্গে অনেকেই জড়িত রয়েছে।’
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের নির্বাহী কর্মকর্তা মো. সফিউল্লাহ বলেন, ‘কাওরাইদ রেলওয়ে স্টেশনের জমি দখলের চিত্র আমাদের রয়েছে। দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সাধারণত রেলওয়ের জমি বাণিজ্যিক, কৃষি ও মৎস্য—এই তিন ভাগে লিজ দেওয়া হয়ে থাকে। কিন্তু বর্তমানে রেলওয়ের জমি লিজ দেওয়া বন্ধ রয়েছে। যারা লিজ নিয়েছে বলে দাবি করছে, কাগজপত্র যাচাই-বাছাই করে সেগুলো উদ্ধার করা হবে।’
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সূচনা ঘটেছিল কোটাবিরোধী আন্দোলন থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সেই আন্দোলনে দমন-পীড়ন চালানোয় তা গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর পাঁচ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে।
১৭ মিনিট আগেটঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ। হেদায়েতি বয়ান শেষে সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
১৯ মিনিট আগেরাজধানীর ধানমন্ডিতে প্রায় দেড় যুগ আগে প্রতিষ্ঠিত হয় পপুলার মেডিকেল কলেজ। অভিযোগ রয়েছে, মৌলিক শর্তগুলো পূরণ না করলেও আবেদনের পরিপ্রেক্ষিতে বছরের পর বছর এই চিকিৎসা মহাবিদ্যালয়ে শিক্ষাবর্ষ নবায়ন ও আসন বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। অথচ কলেজটি নিজস্ব জমি, অবকাঠামো, হাসপাতালে শয্যাসংখ্যাসহ ১০টির বেশি...
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৭ ঘণ্টা আগে