চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। বেশ কয়েকজন কৃষক মাটি বিক্রি করায় পার্শ্ববর্তী জমিগুলো ভেঙে পড়ছে এবং ওই মাঠের পানিনিষ্কাশনের খালও বন্ধ করা দেওয়া হয়েছে। আর এসব মাটি বিক্রি হচ্ছে পার্শ্ববর্তী চান্দ্রা ইউনিয়নের মদনা ইটভাটায়। জমির উর্বর মাটি (ওপরের মাটি) বিক্রি করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
সরেজমিনে ওই মাঠে দেখা গেছে, দুটি ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে গভীর করা হচ্ছে। ইতিমধ্যে জমির মাটি কাটা শেষ হয়েছে। মাটি কাটতে গিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ওই মাঠের পানিনিষ্কাশনের জন্য একমাত্র খালটি। যে খালটি দিয়ে বর্ষা মৌসুমে এই মাঠে পানি প্রবেশ করে এবং নিষ্কাশন হয়। বর্ষায় পানি প্রবেশ করার কারণে জমিতে পলি পড়ে উর্বর হয় এবং একাধিক ফসল উৎপাদন হয়।
স্থানীয় কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘যুগ যুগ ধরে এ মাঠে ফসল করে আসছি আমরা। ধান, আলু, ভুট্টা, শাকসবজি আবাদ হয় এসব জমিতে। মাত্র কয়েকজন কৃষক হঠাৎ করে এই জমিতে মাছের খামার করবেন বলে জমিগুলোর মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন। এ ব্যাপারে আমাদের সঙ্গে কোনো আলাপ করেননি। হান্নান ও আনু খান নামের দুজনের জমি ইতিমধ্যে কেটে পুকুরের মতো করা হয়েছে।’
আরেক কৃষক রহমান শেখ বলেন, ‘এলাকার কাদের রাঢ়ী মাটি কাটার টেন্ডার নিয়েছেন। তিনি ইটভাটা মালিকের সঙ্গে চুক্তি করে ফসলি জমিগুলোর ক্ষতি করছেন। তাঁরা আমাদের জমির পাশ থেকে গর্ত করে মাটি কাটছে। আমাদের জমিগুলোতেও এখন আর ফসল হবে না। সারা বছর জমিতে পানি আটকে থাকলে ফসল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে বক্তব্যের জন্য কৃষক হান্নান ও আনুকে ঘটনাস্থলে পাওয়া যায়নি এবং মাটি বিক্রির ঠিকাদার কাদের রাঢ়ী কোনো বক্তব্য দিতে রাজি হননি।
চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার বলেন, ‘জমির ওপরের অংশের মাটি কেটে বিক্রি করা খুবই ক্ষতিকর। কারণ এই মাটি খুবই উর্বর থাকে। একবার মাটি কাটা হলে ১৫-২০ বছরও সেই ক্ষতি পূরণ হয় না। জমির উর্বরতা শক্তি ফিরে আসে না। হানারচরে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি হচ্ছে জেনেছি। আমি বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।’
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ জানান, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে কৃষিজমি থেকে মাটি ড্রেজিং কিংবা অন্য কোনোভাবে কেটে বাণিজ্যিকভাবে ব্যবহার করার সুযোগ নেই। কেউ যদি করে থাকে তাহলে তাঁর বিষয়ে আমরা সোচ্চার আছি। আমরা জেনেছি, হানারচরে কৃষিজমির মাটি কাটা হচ্ছে। আমরা অতি শিগগিরই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। বেশ কয়েকজন কৃষক মাটি বিক্রি করায় পার্শ্ববর্তী জমিগুলো ভেঙে পড়ছে এবং ওই মাঠের পানিনিষ্কাশনের খালও বন্ধ করা দেওয়া হয়েছে। আর এসব মাটি বিক্রি হচ্ছে পার্শ্ববর্তী চান্দ্রা ইউনিয়নের মদনা ইটভাটায়। জমির উর্বর মাটি (ওপরের মাটি) বিক্রি করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
সরেজমিনে ওই মাঠে দেখা গেছে, দুটি ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে গভীর করা হচ্ছে। ইতিমধ্যে জমির মাটি কাটা শেষ হয়েছে। মাটি কাটতে গিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ওই মাঠের পানিনিষ্কাশনের জন্য একমাত্র খালটি। যে খালটি দিয়ে বর্ষা মৌসুমে এই মাঠে পানি প্রবেশ করে এবং নিষ্কাশন হয়। বর্ষায় পানি প্রবেশ করার কারণে জমিতে পলি পড়ে উর্বর হয় এবং একাধিক ফসল উৎপাদন হয়।
স্থানীয় কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘যুগ যুগ ধরে এ মাঠে ফসল করে আসছি আমরা। ধান, আলু, ভুট্টা, শাকসবজি আবাদ হয় এসব জমিতে। মাত্র কয়েকজন কৃষক হঠাৎ করে এই জমিতে মাছের খামার করবেন বলে জমিগুলোর মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন। এ ব্যাপারে আমাদের সঙ্গে কোনো আলাপ করেননি। হান্নান ও আনু খান নামের দুজনের জমি ইতিমধ্যে কেটে পুকুরের মতো করা হয়েছে।’
আরেক কৃষক রহমান শেখ বলেন, ‘এলাকার কাদের রাঢ়ী মাটি কাটার টেন্ডার নিয়েছেন। তিনি ইটভাটা মালিকের সঙ্গে চুক্তি করে ফসলি জমিগুলোর ক্ষতি করছেন। তাঁরা আমাদের জমির পাশ থেকে গর্ত করে মাটি কাটছে। আমাদের জমিগুলোতেও এখন আর ফসল হবে না। সারা বছর জমিতে পানি আটকে থাকলে ফসল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে বক্তব্যের জন্য কৃষক হান্নান ও আনুকে ঘটনাস্থলে পাওয়া যায়নি এবং মাটি বিক্রির ঠিকাদার কাদের রাঢ়ী কোনো বক্তব্য দিতে রাজি হননি।
চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার বলেন, ‘জমির ওপরের অংশের মাটি কেটে বিক্রি করা খুবই ক্ষতিকর। কারণ এই মাটি খুবই উর্বর থাকে। একবার মাটি কাটা হলে ১৫-২০ বছরও সেই ক্ষতি পূরণ হয় না। জমির উর্বরতা শক্তি ফিরে আসে না। হানারচরে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি হচ্ছে জেনেছি। আমি বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।’
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ জানান, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে কৃষিজমি থেকে মাটি ড্রেজিং কিংবা অন্য কোনোভাবে কেটে বাণিজ্যিকভাবে ব্যবহার করার সুযোগ নেই। কেউ যদি করে থাকে তাহলে তাঁর বিষয়ে আমরা সোচ্চার আছি। আমরা জেনেছি, হানারচরে কৃষিজমির মাটি কাটা হচ্ছে। আমরা অতি শিগগিরই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪