Ajker Patrika

রেলওয়ের জমিতে মাটি ফেলে দখলচেষ্টার অভিযোগ

রেলওয়ের জমিতে মাটি ফেলে দখলচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রেলওয়ের লিজ দেওয়া জমিতে জোর করে মাটি ফেলে দখলচেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার জামপুর ইউনিয়নের ব্রাহ্মনণবাওগা বৈরাবটেক বিদ্যুৎ সাপ্লাই স্টেশনের পাশে রেলওয়ের জমিতে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে ওই জমির লিজ নেওয়া আব্দুল বাতেন তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে আব্দুল বাতেন উল্লেখ করেন, রেলওয়ের কাছ থেকে ৩৯ শতাংশ জমি লিজ নিয়ে ৩৫ বছর ধরে নিয়মিত খাজনা পরিশোধ করে চাষবাস করে আসছেন তিনি। সম্প্রতি কলতাপাড়া গ্রামের আব্দুল গাফফার ওই জমিতে মাটি ভরাটের কাজ শুরু করেন।

রেলওয়ের ইজারা নীতিমালায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, রেলওয়ে থেকে লিজ দেওয়া সম্পত্তির কোনো শ্রেণি পরিবর্তন করা যাবে না। শুধু কৃষিকাজে এ জমি ব্যবহার করতে হবে।

গতকাল ওই এলাকায় গিয়ে দেখা যায়, অভিযুক্ত আব্দুল গাফফারের লোকজন ট্রাকে করে কৃষিজমি থেকে মাটি এনে রেলওয়ের লিজ দেওয়া ওই সম্পত্তিতে ফেলে ভরাট করছেন।

রেলওয়ের জমির লিজ নেওয়া আব্দুল বাতেন বলেন, ‘৩৫ বছর ধরে ওই জমিতে মাছ ও ধান চাষ করে আসছি। কয়েক দিন ধরে 
আব্দুল গাফফার ওই জমিতে জোর করে মাটি ফেলে ভরাট করছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

অভিযুক্ত আব্দুল গাফফারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তাঁদের (আব্দুল বাতেন) লিজ বাতিল হয়ে গেছে। পাশের জমি আমার, সেই জমিতেই মাটি ভরাটের কাজ করছি।’

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বলেন, অভিযোগের  বিষয়ে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত