গোলখরা কাটানো হালান্ডকে ক্ষুধার্ত বলছেন গার্দিওলা
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে আসা আর্লিং হালান্ডকে একটু অচেনাই লাগছিল। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ পাঁচ ম্যাচ যে তিনি খেলেছেন, তাতে কোনো গোল করতে পারেননি। গত রাতে সেই গোলখরা কাটালেন হালান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকারের জোড়া গোলে ম্যানচেস্টার সিটি দারুণ জয় পেয়েছে। হালান্ডের এমন পারফরম