চাপে থাকা হ্যারি কেইনদের সামনে এবার ইতালিয়ান ক্লাব
সময়টা বড্ড খারাপ যাচ্ছে বায়ার্নের। গত ১১ মৌসুমে বুন্দেসলিগার টানা চ্যাম্পিয়নদের এবার লিগ হাতছাড়া হওয়ার জোগাড়। চ্যালেঞ্জার যারা, সেই বায়ার লেভারকুসেনের কাছেই সবশেষ লিগ ম্যাচে হেরেছে ০-৩ ব্যবধানে। এই হার শুধু লিগ শিরোপা দৌড়ে বাভারিয়ানদের পিছিয়ে দেয়নি, কোচ টমাস টুখেলের চাকরিটাকেও ঝুলিয়ে দিয়েছে মিহি সুত