Ajker Patrika

লড়াই করতে পুরোনো ঘরে ফিরবেন তাঁরা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ৫৫
লড়াই করতে পুরোনো ঘরে ফিরবেন তাঁরা

বরুসিয়া ডর্টমুন্ডের জন্য এখন লড়াইটা টিকে থাকার। বুন্দেসলিগায় শিরোপা দৌড় থেকে অনেক আগে ছিটকে পড়েছে তারা। শীর্ষে থাকা বেয়ার লেভারকুজেনের (৫৮) সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৭। আগের ম্যাচে ভলসবুর্গের সঙ্গে করেছে ড্র। লিগে চতুর্থ স্থানটা ধরে রাখতে না পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগেও জায়গা হবে না। এত সব চিন্তা মাথায় নিয়ে নেদারল্যান্ডস সফরে গেছে বিভিবিরা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ তাদের আতিথেয়তা দেবে পিএসভি আইন্দোফেন।

সব ছাপিয়ে অবশ্য এ ম্যাচে আলোচনায় পিটার বস। ডাচ কোচের জন্য ম্যাচটি যতটুকু না পুনর্মিলনীর, তারও বেশি প্রতিশোধের। আয়াক্স ছেড়ে ২০১৭ সালে ডর্টমুন্ডে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু ১৬৭ দিনের মাথায় একরকম অপমান করে বের করে দেওয়া হয়। সে সময় জার্মান ট্যাবলয়েড বিল্ড শিরোনাম করেছিল, ‘বাই, বাই, বস।’ এরপর বেয়ার লেভারকুজেন ও লিওঁ ঘুরে গত বছর পিএসভির দায়িত্ব নেন ৬০ বছর বয়সী কোচ। তাঁর অধীনে এ মৌসুমে ইরেদিভিসি জয়ের স্বপ্ন দেখছে ক্লাবটি। তবে আজ যখন পুরোনো শিষ্যদের কাছে পাবেন, বসের মনে শত্রুতা নাকি স্নেহ উথলে উঠবে, সেটি দেখার। অবশ্য পেশাদারত্বে এসব সরিয়েই নিজ দলের জয় চাইবেন তিনি।

বসের মতো পুনর্মিলনী হচ্ছে দিয়েগো সিমিওনেরও। পুরোনো ঠিকানা সান সিরোতে যাচ্ছেন আতলেতিকো মাদ্রিদ কোচ। ১৯৯৭-৯৯ পর্যন্ত খেলোয়াড় হিসেবে এখানেই ছিলেন তিনি, আতলেতিকো ছেড়ে এ দুই বছর খেলেছেন ইন্টার মিলানের হয়ে। এ মৌসুমের শুরুতে গুঞ্জন উঠেছিল, নেরাজ্জুরিরা ৫৩ বছর বয়সী কোচকে ফেরাচ্ছে। তবে উল্টো আতলেতিকো ২০২৭ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেয় সিমিওনের সঙ্গে।

দলের অন্যতম তারকা আতোয়াঁন গ্রিজমানকে ছাড়াই লা লিগায় লাস পালমাসকে উড়িয়ে দিয়েছিল আতলেতিকো। তবে সিরি আর শীর্ষে থাকা ইন্টারকে হারাতে হলে গ্রিজিকে যে দরকার, সেটি ভালোই জানা সিমিওনের। পালমাসের বিপক্ষে ম্যাচের পর সেটিই আরেঠারে বলেছিলেন তিনি, ‘আমাদের সেরা গ্রিজমানকে দরকার, আমরা তাকে সতেজ চাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত