সময়টা বড্ড খারাপ যাচ্ছে বায়ার্নের। গত ১১ মৌসুমে বুন্দেসলিগার টানা চ্যাম্পিয়নদের এবার লিগ হাতছাড়া হওয়ার জোগাড়। চ্যালেঞ্জার যারা, সেই বায়ার লেভারকুসেনের কাছেই সবশেষ লিগ ম্যাচে হেরেছে ০-৩ ব্যবধানে। এই হার শুধু লিগ শিরোপা দৌড়ে বাভারিয়ানদের পিছিয়ে দেয়নি, কোচ টমাস টুখেলের চাকরিটাকেও ঝুলিয়ে দিয়েছে মিহি সুতোয়!
এমন চাপের মধ্যে থেকেই উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাৎসিওর মাঠে খেলতে যাচ্ছে বায়ার্ন। বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের যে শক্তি-সামর্থ্য, সে তুলনায় দুর্বল প্রতিপক্ষ লাৎসিও। ৬ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে বায়ার্ন। আর ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে লাৎসিওর সর্বোচ্চ দৌড় কোয়ার্টার ফাইনাল। তারকাসমৃদ্ধ দল বায়ার্ন। হ্যারি কেইন, লেরয় সানে কিংবা জামাল মুসিয়ালাদের মানের খুব কম খেলোয়াড়ই আছে সিরি ‘আ’র দলটিতে। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে বায়ার্ন। আগের দুই সাক্ষাতের দুটিতেই জিতেছে জার্মান দলটি।
এই এগিয়ে থাকার পরও লাৎসিও ম্যাচের আগে চাপমুক্ত নয় বায়ার্ন। কারণ, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় নতুন করে শুরু করতে চাইলেও লিগের বাজে পারফরম্যান্স তাড়া করে ফিরছে বুন্দেসলিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের; বিশেষ করে লেভারকুসেনের হারের পর অনিশ্চিত হয়ে উঠেছে কোচ টমাস টুখেলের চাকরি। ওই ম্যাচ হেরে লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে বায়ার্ন। সেই হারের ক্ষতের যন্ত্রণায় উপশমের প্রলেপের সন্ধান করছে বায়ার্ন। লাৎসিরও বিপক্ষে কেবল জয়ই সে প্রলেপ হতে পারে। সুতোয় ঝুলতে থাকা টুখেলের চাকরিটাও বাঁচিয়ে দিতে পারে। তাই ‘মাস্ট উইন’ ম্যাচ না হলেও লাৎসিওর বিপক্ষে জিততে মরিয়া বায়ার্ন। দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনও বললেন, তাঁর সব মনোযোগ এখন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ নিয়ে, ‘(লেভারকুসেনের বিপক্ষে) আমরা ভালো খেলতে পারিনি...যখনই বল পেয়েছি, সেটা সরাসরি ওদেরকে দিয়ে দিয়েছি। এটা হতাশার। আমরা ভিন্ন ফল চেয়েছিলাম। তবে এখন আমাদের মনোযোগ চ্যাম্পিয়নস লিগের পরের ম্যাচে।’
আর কোচ টুখেল লাৎসিওর বিপক্ষে লড়াই নিয়ে বললেন, ‘কোচ হিসেবে কখনো আমি লাৎসিওর মুখোমুখি হইনি। তবে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য মুখিয়ে আছি। সমর্থকগোষ্ঠী নিয়ে লাৎসিও গুরুত্বপূর্ণ একটি ক্লাব। তাদের অভিজ্ঞ একজন কোচ (মরিসিও সারি) আছেন, যিনি সব সময় আপনাকে চমকে দেওয়ার জন্য প্রস্তুত।’
শেষ ষোলোর আরেক ম্যাচে আজ কিলিয়ান এমবাপ্পেদের পিএসজি আতিথেয়তা দেবে স্প্যানিশ দল রিয়াল সোসিয়েদাদকে।
সময়টা বড্ড খারাপ যাচ্ছে বায়ার্নের। গত ১১ মৌসুমে বুন্দেসলিগার টানা চ্যাম্পিয়নদের এবার লিগ হাতছাড়া হওয়ার জোগাড়। চ্যালেঞ্জার যারা, সেই বায়ার লেভারকুসেনের কাছেই সবশেষ লিগ ম্যাচে হেরেছে ০-৩ ব্যবধানে। এই হার শুধু লিগ শিরোপা দৌড়ে বাভারিয়ানদের পিছিয়ে দেয়নি, কোচ টমাস টুখেলের চাকরিটাকেও ঝুলিয়ে দিয়েছে মিহি সুতোয়!
এমন চাপের মধ্যে থেকেই উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাৎসিওর মাঠে খেলতে যাচ্ছে বায়ার্ন। বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের যে শক্তি-সামর্থ্য, সে তুলনায় দুর্বল প্রতিপক্ষ লাৎসিও। ৬ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে বায়ার্ন। আর ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে লাৎসিওর সর্বোচ্চ দৌড় কোয়ার্টার ফাইনাল। তারকাসমৃদ্ধ দল বায়ার্ন। হ্যারি কেইন, লেরয় সানে কিংবা জামাল মুসিয়ালাদের মানের খুব কম খেলোয়াড়ই আছে সিরি ‘আ’র দলটিতে। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে বায়ার্ন। আগের দুই সাক্ষাতের দুটিতেই জিতেছে জার্মান দলটি।
এই এগিয়ে থাকার পরও লাৎসিও ম্যাচের আগে চাপমুক্ত নয় বায়ার্ন। কারণ, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় নতুন করে শুরু করতে চাইলেও লিগের বাজে পারফরম্যান্স তাড়া করে ফিরছে বুন্দেসলিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের; বিশেষ করে লেভারকুসেনের হারের পর অনিশ্চিত হয়ে উঠেছে কোচ টমাস টুখেলের চাকরি। ওই ম্যাচ হেরে লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে বায়ার্ন। সেই হারের ক্ষতের যন্ত্রণায় উপশমের প্রলেপের সন্ধান করছে বায়ার্ন। লাৎসিরও বিপক্ষে কেবল জয়ই সে প্রলেপ হতে পারে। সুতোয় ঝুলতে থাকা টুখেলের চাকরিটাও বাঁচিয়ে দিতে পারে। তাই ‘মাস্ট উইন’ ম্যাচ না হলেও লাৎসিওর বিপক্ষে জিততে মরিয়া বায়ার্ন। দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনও বললেন, তাঁর সব মনোযোগ এখন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ নিয়ে, ‘(লেভারকুসেনের বিপক্ষে) আমরা ভালো খেলতে পারিনি...যখনই বল পেয়েছি, সেটা সরাসরি ওদেরকে দিয়ে দিয়েছি। এটা হতাশার। আমরা ভিন্ন ফল চেয়েছিলাম। তবে এখন আমাদের মনোযোগ চ্যাম্পিয়নস লিগের পরের ম্যাচে।’
আর কোচ টুখেল লাৎসিওর বিপক্ষে লড়াই নিয়ে বললেন, ‘কোচ হিসেবে কখনো আমি লাৎসিওর মুখোমুখি হইনি। তবে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য মুখিয়ে আছি। সমর্থকগোষ্ঠী নিয়ে লাৎসিও গুরুত্বপূর্ণ একটি ক্লাব। তাদের অভিজ্ঞ একজন কোচ (মরিসিও সারি) আছেন, যিনি সব সময় আপনাকে চমকে দেওয়ার জন্য প্রস্তুত।’
শেষ ষোলোর আরেক ম্যাচে আজ কিলিয়ান এমবাপ্পেদের পিএসজি আতিথেয়তা দেবে স্প্যানিশ দল রিয়াল সোসিয়েদাদকে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪