ক্রীড়া ডেস্ক
সবশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। এবার ফিরলেও ফেরা একদম বাজে হয়েছে। এতটাই বাজে যে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছে মহাদেশীয় টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বে।
২০০৫–০৬ মৌসুমের পর দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্বের তলানি থেকে বিদায় নিয়েছে ম্যান ইউনাইটেড। এমন বিদায়ের পর তাই স্বাভাবিকভাবেই যে কথা শোনা যায় কোচ ও খেলোয়াড়দের মুখে, সেটাই জানিয়েছেন ইংলিশ ক্লাবের কোচ এরিক টেন হাগও। বিদায়ঘণ্টা বাজার পর পর টুর্নামেন্ট থেকে শিক্ষা নেওয়ার কথাই জানালেন শিষ্যদের।
বিদায়টা আবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডেই হয়েছে রেড ডেভিলদের। বায়ার্ন মিউনিখের কাছে ১–০ গোলে হারার পর এমনটি জানিয়েছেন টেন হাগ। পেছনে ফিরে তাকালে নেদারল্যান্ডসের কোচের কষ্ট হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘না, দুঃখ হচ্ছে না। আমরা এটা (নকআউট পর্বে) করতে পারিনি কিন্তু আমাদের এটা মেনে নিতে হবে। এটি থেকে আমাদের শিখতে হবে।’
৭০ মিনিটে কিংসলে কোমানের গোলের জয়টি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বায়ার্নের টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি। এ ছাড়া গ্রুপ পর্বে প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ৯ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে তারা। তবে হারটা প্রাপ্য ছিল না বলে জানিয়েছেন টেন হাগ।
ম্যাচ শেষে টেন হাগ বলেছেন, ‘আমরা আজকে (গতকাল) হারিনি, এটা পরিষ্কার। আমার দুর্দান্ত পারফরম্যান্স করেছিলাম, কিন্তু পরে কিছু ভুল করেছি আমরা। আমাদের হারটা প্রাপ্য ছিল না। এটা ঠিক আমরা ম্যাচ হেরেছি।’
এ মৌসুমে ১৫ গোল হজম করেছে ম্যান ইউনাইটেড। টুর্নামেন্টে ইংলিশ ক্লাবের ইতিহাসে এক মৌসুমে আর কোনো দল গ্রুপ পর্বে এত গোল হজম করেনি। সব মিলিয়ে এই মৌসুমে ২৪ ম্যাচ খেলে অর্ধেক হেরেছে রেড ডেভিলরা।
সবশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। এবার ফিরলেও ফেরা একদম বাজে হয়েছে। এতটাই বাজে যে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছে মহাদেশীয় টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বে।
২০০৫–০৬ মৌসুমের পর দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্বের তলানি থেকে বিদায় নিয়েছে ম্যান ইউনাইটেড। এমন বিদায়ের পর তাই স্বাভাবিকভাবেই যে কথা শোনা যায় কোচ ও খেলোয়াড়দের মুখে, সেটাই জানিয়েছেন ইংলিশ ক্লাবের কোচ এরিক টেন হাগও। বিদায়ঘণ্টা বাজার পর পর টুর্নামেন্ট থেকে শিক্ষা নেওয়ার কথাই জানালেন শিষ্যদের।
বিদায়টা আবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডেই হয়েছে রেড ডেভিলদের। বায়ার্ন মিউনিখের কাছে ১–০ গোলে হারার পর এমনটি জানিয়েছেন টেন হাগ। পেছনে ফিরে তাকালে নেদারল্যান্ডসের কোচের কষ্ট হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘না, দুঃখ হচ্ছে না। আমরা এটা (নকআউট পর্বে) করতে পারিনি কিন্তু আমাদের এটা মেনে নিতে হবে। এটি থেকে আমাদের শিখতে হবে।’
৭০ মিনিটে কিংসলে কোমানের গোলের জয়টি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বায়ার্নের টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি। এ ছাড়া গ্রুপ পর্বে প্রতিপক্ষের মাঠে সর্বশেষ ৯ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে তারা। তবে হারটা প্রাপ্য ছিল না বলে জানিয়েছেন টেন হাগ।
ম্যাচ শেষে টেন হাগ বলেছেন, ‘আমরা আজকে (গতকাল) হারিনি, এটা পরিষ্কার। আমার দুর্দান্ত পারফরম্যান্স করেছিলাম, কিন্তু পরে কিছু ভুল করেছি আমরা। আমাদের হারটা প্রাপ্য ছিল না। এটা ঠিক আমরা ম্যাচ হেরেছি।’
এ মৌসুমে ১৫ গোল হজম করেছে ম্যান ইউনাইটেড। টুর্নামেন্টে ইংলিশ ক্লাবের ইতিহাসে এক মৌসুমে আর কোনো দল গ্রুপ পর্বে এত গোল হজম করেনি। সব মিলিয়ে এই মৌসুমে ২৪ ম্যাচ খেলে অর্ধেক হেরেছে রেড ডেভিলরা।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৫ মিনিট আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২০ মিনিট আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩৬ মিনিট আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
৩৯ মিনিট আগে