Ajker Patrika

অনেকেই আমাদের ধ্বংস চায়, বলছেন বার্সেলোনা ফরোয়ার্ড

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৪: ৪১
অনেকেই আমাদের ধ্বংস চায়, বলছেন বার্সেলোনা ফরোয়ার্ড

সবশেষ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব পেরোতে পারেনি বার্সেলোনা। এবার শেষ ষোলো আগেই নিশ্চিত করায় গতকাল শেষ রাউন্ডের ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন কোচ জাভি হার্নান্দেজ। 

কিন্তু তা করতে গিয়ে বুমেরাং হয়েছে বার্সেলোনার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অ্যান্টওয়ার্পের কাছে ৩–২ গোলে হেরেছে কাতালান ক্লাব। অখ্যাত বেলজিয়াম ক্লাবের কাছে হার স্বাভাবিকভাবেই চাপ বাড়িয়েছে কোচ জাভির। কেননা, অনেক দিন ধরেই অনেকের সমালোচনা সহ্য করে আসছেন তিনি। 

অন্যরা সমালোচনা করলেও জাভি পাশে পাচ্ছেন ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে নিজের শিষ্যদেরও। গতকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে হারার পর যেমন গুরুর পাশে দাঁড়িয়েছেন ফেরান তোরেস, সঙ্গে স্প্যানিশ ফরোয়ার্ড এমনটিও জানিয়েছেন যে বার্সা ধ্বংস হোক অনেকে এমনটা চায়। 

প্রতিপক্ষের মাঠে শেষ মুহূর্তের গোলে হেরে যাওয়ার পর তোরেস বলেছেন, ‘আমরা শেষ পর্যন্ত কোচ এবং তার পরিকল্পনার সঙ্গে আছি। কোচের সমালোচনা করা খুব সহজ। কিন্তু খেলোয়াড়েরা মাঠে খেলে। আমরা জানি বার্সায় কীভাবে কাজ করা হয়। বাইরের লোকেরা আমাদের ধ্বংস করার চেষ্টা করে, নার্ভাস করতে চায়। তবে আমরা সবকিছু ঘুরিয়ে ফেলব। সব সময় বাইরের অনেক গোলযোগ থাকলেও এসবের মধ্যে আমাদের থাকতে হবে।’ 

গতকাল শেষ মুহূর্তের গোলে অ্যান্টওয়ার্পের কাছে ৩–২ গোলে হেরেছে বার্সেলোনা। এর মধ্যে আবার শুরুর দুই গোলেই ভুল করে বসেন রক্ষণাত্মক মিডফিল্ডার ওরিওল রোমেউ। পরে ম্যাচে ফিরলেও শেষে হেরে যায় বার্সা। হারলেও ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত