নতুন মৌসুম কেমন হবে গার্দিওলার
অমরত্ব অনেক আগেই পেয়েছেন। জীবনের এত এত প্রাপ্তি, কবীর সুমনের মতো এখন তিনি বলতেই পারেন, ‘নেই কোনো দাবিদাওয়া’র মতো কথা। কিন্তু চাওয়ার কী শেষ আছে! পেপ গার্দিওলার কথাই ধরুন, ক্লাব ফুটবলে হেন কোনো শিরোপা নেই তাঁর হাতের স্পর্শ পায়নি।