জুন মাসেই ইতিহাস গড়তে পারতেন লাওতারো মার্তিনেজ। প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের ডাবল জয়ের সম্ভাবনা ছিল তাঁর সামনে। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলান হেরে যাওয়ায় তা আর হয়নি। চার মাসের মধ্যে অন্য আরেক রেকর্ড গড়েছেন মার্তিনেজ।
আরেচি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’র ম্যাচে মুখোমুখি হয়েছিল স্যালার্নিতানা ও ইন্টার মিলান। এই ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। আর অ্যালেক্সিস সানচেজের বদলি হিসেবে মার্তিনেজ নেমেছেন ৫৫ মিনিটে। নামার ৭ মিনিটের মধ্যে গোল করেছেন তিনি। ৬২ মিনিটে মার্কাস থুরামের পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার দ্বিতীয় গোল করেন ৭৭ মিনিটে। নিকোলা বারেল্লার অ্যাসিস্টে ডান পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন মার্তিনেজ। এরপর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। আর্জেন্টিনার এই স্ট্রাইকার ৮৯ মিনিটে করেন নিজের ও দলের চতুর্থ গোল। কার্লোস আগুস্তোর অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার তাতে হয়ে যান ইতিহাসের অংশ। ১৯৯৪-৯৫-এর পর সিরি ‘আ’তে বদলি খেলোয়াড় হিসেবে প্রথমবার ৪ গোল করেছেন।
মার্তিনেজের ৪ গোল করার দিনে ইন্টার মিলান ৪-০ গোলে হারিয়েছে স্যালার্নিতানাকে। তাতে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে টপকে সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টার মিলান। এসি মিলান, ইন্টার মিলান—দুই দলেরই পয়েন্ট ১৮। দুই দলই ৭ ম্যাচ করে খেলেছে। জিতেছে ৬ ম্যাচ ও ১ ম্যাচ হেরেছে।
জুন মাসেই ইতিহাস গড়তে পারতেন লাওতারো মার্তিনেজ। প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের ডাবল জয়ের সম্ভাবনা ছিল তাঁর সামনে। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলান হেরে যাওয়ায় তা আর হয়নি। চার মাসের মধ্যে অন্য আরেক রেকর্ড গড়েছেন মার্তিনেজ।
আরেচি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’র ম্যাচে মুখোমুখি হয়েছিল স্যালার্নিতানা ও ইন্টার মিলান। এই ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। আর অ্যালেক্সিস সানচেজের বদলি হিসেবে মার্তিনেজ নেমেছেন ৫৫ মিনিটে। নামার ৭ মিনিটের মধ্যে গোল করেছেন তিনি। ৬২ মিনিটে মার্কাস থুরামের পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার দ্বিতীয় গোল করেন ৭৭ মিনিটে। নিকোলা বারেল্লার অ্যাসিস্টে ডান পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন মার্তিনেজ। এরপর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। আর্জেন্টিনার এই স্ট্রাইকার ৮৯ মিনিটে করেন নিজের ও দলের চতুর্থ গোল। কার্লোস আগুস্তোর অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার তাতে হয়ে যান ইতিহাসের অংশ। ১৯৯৪-৯৫-এর পর সিরি ‘আ’তে বদলি খেলোয়াড় হিসেবে প্রথমবার ৪ গোল করেছেন।
মার্তিনেজের ৪ গোল করার দিনে ইন্টার মিলান ৪-০ গোলে হারিয়েছে স্যালার্নিতানাকে। তাতে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে টপকে সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টার মিলান। এসি মিলান, ইন্টার মিলান—দুই দলেরই পয়েন্ট ১৮। দুই দলই ৭ ম্যাচ করে খেলেছে। জিতেছে ৬ ম্যাচ ও ১ ম্যাচ হেরেছে।
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২৯ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে