জুন মাসেই ইতিহাস গড়তে পারতেন লাওতারো মার্তিনেজ। প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের ডাবল জয়ের সম্ভাবনা ছিল তাঁর সামনে। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলান হেরে যাওয়ায় তা আর হয়নি। চার মাসের মধ্যে অন্য আরেক রেকর্ড গড়েছেন মার্তিনেজ।
আরেচি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’র ম্যাচে মুখোমুখি হয়েছিল স্যালার্নিতানা ও ইন্টার মিলান। এই ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। আর অ্যালেক্সিস সানচেজের বদলি হিসেবে মার্তিনেজ নেমেছেন ৫৫ মিনিটে। নামার ৭ মিনিটের মধ্যে গোল করেছেন তিনি। ৬২ মিনিটে মার্কাস থুরামের পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার দ্বিতীয় গোল করেন ৭৭ মিনিটে। নিকোলা বারেল্লার অ্যাসিস্টে ডান পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন মার্তিনেজ। এরপর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। আর্জেন্টিনার এই স্ট্রাইকার ৮৯ মিনিটে করেন নিজের ও দলের চতুর্থ গোল। কার্লোস আগুস্তোর অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার তাতে হয়ে যান ইতিহাসের অংশ। ১৯৯৪-৯৫-এর পর সিরি ‘আ’তে বদলি খেলোয়াড় হিসেবে প্রথমবার ৪ গোল করেছেন।
মার্তিনেজের ৪ গোল করার দিনে ইন্টার মিলান ৪-০ গোলে হারিয়েছে স্যালার্নিতানাকে। তাতে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে টপকে সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টার মিলান। এসি মিলান, ইন্টার মিলান—দুই দলেরই পয়েন্ট ১৮। দুই দলই ৭ ম্যাচ করে খেলেছে। জিতেছে ৬ ম্যাচ ও ১ ম্যাচ হেরেছে।
জুন মাসেই ইতিহাস গড়তে পারতেন লাওতারো মার্তিনেজ। প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগের ডাবল জয়ের সম্ভাবনা ছিল তাঁর সামনে। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলান হেরে যাওয়ায় তা আর হয়নি। চার মাসের মধ্যে অন্য আরেক রেকর্ড গড়েছেন মার্তিনেজ।
আরেচি স্টেডিয়ামে গত রাতে সিরি ‘আ’র ম্যাচে মুখোমুখি হয়েছিল স্যালার্নিতানা ও ইন্টার মিলান। এই ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। আর অ্যালেক্সিস সানচেজের বদলি হিসেবে মার্তিনেজ নেমেছেন ৫৫ মিনিটে। নামার ৭ মিনিটের মধ্যে গোল করেছেন তিনি। ৬২ মিনিটে মার্কাস থুরামের পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার দ্বিতীয় গোল করেন ৭৭ মিনিটে। নিকোলা বারেল্লার অ্যাসিস্টে ডান পায়ের দুর্দান্ত ভলিতে গোল করেন মার্তিনেজ। এরপর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। আর্জেন্টিনার এই স্ট্রাইকার ৮৯ মিনিটে করেন নিজের ও দলের চতুর্থ গোল। কার্লোস আগুস্তোর অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন মার্তিনেজ। আর্জেন্টিনার স্ট্রাইকার তাতে হয়ে যান ইতিহাসের অংশ। ১৯৯৪-৯৫-এর পর সিরি ‘আ’তে বদলি খেলোয়াড় হিসেবে প্রথমবার ৪ গোল করেছেন।
মার্তিনেজের ৪ গোল করার দিনে ইন্টার মিলান ৪-০ গোলে হারিয়েছে স্যালার্নিতানাকে। তাতে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে টপকে সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টার মিলান। এসি মিলান, ইন্টার মিলান—দুই দলেরই পয়েন্ট ১৮। দুই দলই ৭ ম্যাচ করে খেলেছে। জিতেছে ৬ ম্যাচ ও ১ ম্যাচ হেরেছে।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
৫ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৮ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৮ ঘণ্টা আগে