ক্রীড়া ডেস্ক
তারকা খেলোয়াড়দের প্রায় সময়ই পড়তে হয় ‘খ্যাতির বিড়ম্বনায়’। সেই হিসেবে কিলিয়ান এমবাপ্পেও বাদ যাননি। গত রাতে পার্ক দে প্রিন্সেসে এমবাপ্পেকে দেখে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। মনে রাখার মতো এই রাতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) পেয়েছে বিশাল ব্যবধানে জয়।
পার্ক দে প্রিন্সেসে ‘এফ’ গ্রুপের ম্যাচে গত রাতে পিএসজির প্রতিপক্ষ ছিল এসি মিলান। ম্যাচের প্রথমার্ধে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। সুযোগ পেয়েই এমবাপ্পের সঙ্গে কোলাকুলি করেন সেই ভক্ত। কিছুক্ষণ পর ভক্তকে মাঠ থেকে বের করে দেন মাঠের নিরাপত্তাকর্মীরা। আর ম্যাচের প্রথম গোল এসেছে এমবাপ্পের থেকেই। ৩২ মিনিটে পিএসজি মিডফিল্ডার ওয়ারেন জায়ের এমেরির পাস রিসিভ করে গোল করেন এমবাপ্পে। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে পিএসজি।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুত ব্যবধান দ্বিগুণ করতে পারত পিএসজি। ৪৯ মিনিটে উসমান দেম্বেলের করা গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। তবে ব্যবধান বাড়াতে খুব একটা সময় লাগেনি পিএসজির। ৫৩ মিনিটে এসি মিলান গোলরক্ষক মাইক মাইগনানকে বোকা বানিয়ে প্যারিসিয়ানদের দ্বিতীয় গোল করেন রান্দাল কোলো মুয়ানি। এরপর ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লি কাং ইন। এবারও অ্যাসিস্ট করেছেন জায়ের এমেরি। শেষ পর্যন্ত এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে পিএসজি। বড় ব্যবধানে জয়ে ‘এফ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে পিএসজি। ৩ ম্যাচে ২ জয় ও ১ পরাজয়ে প্যারিসিয়ানদের এখন ৬ পয়েন্ট।
এছাড়া ‘এফ’ গ্রুপের আরেক ম্যাচে নিউক্যাসলকে ১-০ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। নিউক্যাসলের ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে গোল করেছেন ডর্টমুন্ড মিডফিল্ডার ফেলিক্স নেমেচা। আর এস্তাদিও অলিম্পিক লুইজে শাখতার দোনেৎস্ককে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সেলোনার গোল দুটি করেছেন ফেরান তোরেস ও ফারমিন লোপেজ। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা।
তারকা খেলোয়াড়দের প্রায় সময়ই পড়তে হয় ‘খ্যাতির বিড়ম্বনায়’। সেই হিসেবে কিলিয়ান এমবাপ্পেও বাদ যাননি। গত রাতে পার্ক দে প্রিন্সেসে এমবাপ্পেকে দেখে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। মনে রাখার মতো এই রাতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) পেয়েছে বিশাল ব্যবধানে জয়।
পার্ক দে প্রিন্সেসে ‘এফ’ গ্রুপের ম্যাচে গত রাতে পিএসজির প্রতিপক্ষ ছিল এসি মিলান। ম্যাচের প্রথমার্ধে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। সুযোগ পেয়েই এমবাপ্পের সঙ্গে কোলাকুলি করেন সেই ভক্ত। কিছুক্ষণ পর ভক্তকে মাঠ থেকে বের করে দেন মাঠের নিরাপত্তাকর্মীরা। আর ম্যাচের প্রথম গোল এসেছে এমবাপ্পের থেকেই। ৩২ মিনিটে পিএসজি মিডফিল্ডার ওয়ারেন জায়ের এমেরির পাস রিসিভ করে গোল করেন এমবাপ্পে। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে পিএসজি।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুত ব্যবধান দ্বিগুণ করতে পারত পিএসজি। ৪৯ মিনিটে উসমান দেম্বেলের করা গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। তবে ব্যবধান বাড়াতে খুব একটা সময় লাগেনি পিএসজির। ৫৩ মিনিটে এসি মিলান গোলরক্ষক মাইক মাইগনানকে বোকা বানিয়ে প্যারিসিয়ানদের দ্বিতীয় গোল করেন রান্দাল কোলো মুয়ানি। এরপর ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লি কাং ইন। এবারও অ্যাসিস্ট করেছেন জায়ের এমেরি। শেষ পর্যন্ত এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে পিএসজি। বড় ব্যবধানে জয়ে ‘এফ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে পিএসজি। ৩ ম্যাচে ২ জয় ও ১ পরাজয়ে প্যারিসিয়ানদের এখন ৬ পয়েন্ট।
এছাড়া ‘এফ’ গ্রুপের আরেক ম্যাচে নিউক্যাসলকে ১-০ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। নিউক্যাসলের ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে গোল করেছেন ডর্টমুন্ড মিডফিল্ডার ফেলিক্স নেমেচা। আর এস্তাদিও অলিম্পিক লুইজে শাখতার দোনেৎস্ককে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সেলোনার গোল দুটি করেছেন ফেরান তোরেস ও ফারমিন লোপেজ। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে