Ajker Patrika

ইউনাইটেড বাজে রেকর্ড গড়ায় টেন হাগকে নিয়ে যা বললেন স্কলসের 

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৫: ১৮
ইউনাইটেড বাজে রেকর্ড গড়ায় টেন হাগকে নিয়ে যা বললেন স্কলসের 

২০২৩-২৪ মৌসুমটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য তেমন একটা ভালো কাটছে না। জয়ের চেয়ে পরাজয়ই বেশি ম্যান ইউনাইটেডের। তাতে নিজেদেরই পুরোনো এক বাজে রেকর্ডের পুনরাবৃত্তি গড়েছে রেড ডেভিলরা। ম্যান ইউনাইটেডের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার পল স্কলস।

চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছে কোপেনহেগেন ও ম্যানচেস্টার ইউনাইটেড। দুটি দলই সমানে সমানে টক্কর দিয়েছিল। রেড ডেভিলরা বল দখলে রেখেছিল ৪৮ শতাংশ এবং ৫২ শতাংশ বল দখলে রেখেছিল কোপেনগেহেন। দুটি দলই প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নিয়েছে ৮টি করে। ৮২ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল ম্যান ইউ। এখান থেকেই ম্যাচের গতিপথ বদলানো শুরু হয়। ৮৩ ও ৮৭ মিনিটের জোড়া গোলে ৪-৩ গোলে হেরে যায় ম্যান ইউ। ইউনাইটের হারার ম্যাচে লাল কার্ড দেখেন মার্কাস রাশফোর্ড।

এই ম্যাচ হারায় ৪ ম্যাচে ১ জয় ও ৩ পরাজয়ে ৩ পয়েন্ট পেয়েছে ম্যান ইউনাইটেড। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় ৪ নম্বরে রয়েছে রেড ডেভিলসরা। এতে করে এক বাজে রেকর্ডেও নাম লিখিয়ে ফেলেছে ইউনাইটেড। চলতি মৌসুমে প্রথম ১৭ ম্যাচের ৯টিতে হেরেছে তারা। এর আগে ১৯৭৩-৭৪ মৌসুমেও ঘটেছিল একই ঘটনা (প্রথম ১৭ ম্যাচের ৯টিতে হার)। এরিক টেন হাগের অধীনে ইউনাইটেডের হতশ্রী পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন স্কলস। একই সঙ্গে টেন আগের অধীনে ২০২২-২৩ মৌসুমে রেড ডেভিলদের দারুণ অবস্থার কথাও মনে করিয়ে দিয়েছেন স্কলস, যেখানে গত মৌসুমে কারাবাও কাপ জিতে ছয় বছর পর মেজর কোনো শিরোপা জিতেছিল ইউনাইটেড। গত রাতে কোপেনহেগেনের কাছে হারার পর টিএনটি স্পোর্টসকে স্কলস বলেন, ‘আমার এখনো মনে হয় না এরিক টেন হাগের ওপর বেশি চাপ দেওয়া হবে। তিনি দারুণ একটা বছর কাটিয়েছিলেন। তাঁর দলে অনেকে চোটে আক্রান্ত। তবে ১৭ ম্যাচে ৯ পরাজয় ভালো কিছু নয়। আমি জানি, ইউনাইটেড আগেও বরখাস্ত করেছে। তবে আমার মনে হয় না তারা এবার এটা করতে পারবে।’

অন্যদিকে ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে গত রাতে গ্যালাতাসারাইকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনাতে সেই ম্যাচে জোড়া গোল করেন হ্যারি কেইন। এই জয়ে ৪ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে বায়ার্ন। দুই ও তিনে থাকা কোপেনহেগেন ও গ্যালাতাসারাই দুটি দলেরই পয়েন্ট ৪। দুটি দলই ৪ ম্যাচে ১টি করে ম্যাচ জিতেছে ও ড্র করেছে এবং ২ ম্যাচ হেরেছে। তবে গোল বেশি হজম করায় গ্যালাতাসারাই পিছিয়ে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত