চ্যাম্পিয়নস লিগ জেতা কোচ তিনি। ইউরোপের শীর্ষ পর্যায়ের চারটি ক্লাবের হয়ে জিতেছেন ভিন্ন ভিন্ন শিরোপা। সেই টমাস টুখেলের আজ রাতের লড়াইটা নিজের সুনাম রক্ষার। নয়তো বায়ার্ন মিউনিখের পাশাপাশি তাঁকেও যে দর্শক হয়ে যেতে হবে চ্যাম্পিয়নস লিগে!
২০২০-২১ মৌসুমে একপ্রকার ভাঙাচোরা চেলসিকে নিয়েই চ্যাম্পিয়নস লিগ জিতে বিশ্বসেরা কোচের পুরস্কার পান টুখেল। কিন্তু নতুন মালিক টড বোহেলির অধীনে স্টামফোর্ড ব্রিজে টিকতে পারেননি। ছাঁটাই হওয়ার পর আসেন মিউনিখে। তবে গত মৌসুমের শেষ দিনে গিয়ে বুন্দেসলিগা জিতলেও বাভারিভানদের মন জিততে পারেননি। ধারাবাহিকতার অভাবে এ মৌসুম শেষে অ্যালিয়েঞ্জ অ্যারেনাও ছাড়তে হবে টুখেলকে। যাওয়ার আগে কি পারবেন বায়ার্নকে আরেকটি শিরোপা জেতাতে?
১১ মৌসুম পর বাভারিয়ানদের বুন্দেসলিগা হাতছাড়া হওয়ার পথে। গত তিন মৌসুম ধরে চ্যাম্পিয়নস লিগে শেষ আটে থামতে হয়েছে বায়ার্নকে। এবার তো তৈরি হয়েছে শেষ ষোলো থেকে বিদায়ের শঙ্কা। গত মাসে শেষ ষোলোর প্রথম লেগে রোমে গিয়ে লাৎসিও কাছে ১-০ গোলে হেরেছে টুখেলের দল। শেষ আটে যেতে হলে ফিরতি লেগে নিজেদের মাঠে ২-০ গোলেই জিততে হবে বায়ার্নকে। টুখেলও এবার বেশ হিসেবি। গতকাল সংবাদ সম্মেলনে বললেন, ‘সময় এখন লাৎসিওর পক্ষে। আমাদের হারানোর সময় নেই। বল দখলে রাখার জন্য আমরা ধৈর্য ধরতে পারব না। আমাদের মাত্র ৯০ মিনিট সময় আছে।’
টুখেল এ-ও জানিয়ে দিলেন গোলের জন্য শুরু থেকে আক্রমণে যাবে তাঁর দল। লাৎসিওকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে বায়ার্ন কোচ বলেন, ‘প্রথম আক্রমণ বা পাসের জন্য আমরা অপেক্ষা করতে পারব না। অন্যথায় প্রতিপক্ষ সুযোগ নিয়ে নেবে। আমাদের ঠান্ডা মাথায় খেলা প্রয়োজন, তবে আমাদের গোলের জন্যই খেলতে হবে।’
লিগে নিজেদের আগের ম্যাচে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে বাভারিয়ানদের। সব প্রতিযোগিতা মিলিয়ে গত পাঁচ ম্যাচে তাদের জয় মাত্র একটিতে। সুবিধাজনক অবস্থানে নেই লাৎসিও-ও। সিরি আতে আগের ম্যাচে মিলানের বিপক্ষে হারের ম্যাচে তিনটি লাল কার্ড দেখে মাউরিসিও সারির দল।
আজ রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়াদের মুখোমুখি হবে পিএসজি। প্রথম লেগে ২-০ গোলে জেতায় স্পেন সফরে ড্র বা ১-০ গোলে হারলেও শেষ আটে উঠে যাবে ফরাসি চ্যাম্পিয়নরা। সবশেষ দুবার পিএসজি বিদায় নিয়েছিল দ্বিতীয় রাউন্ড থেকে। তবে এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে খেলবেন কিনা, সেটি অনিশ্চিত। লিগে আগের ম্যাচে ফরাসি ফরোয়ার্ডকে প্রথমার্ধের পরপরই তুলে নেন লুইস এনরিখে। কারণ হিসেবে জানান, এমবাপ্পে যেহেতু এ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছেন, তাঁকে ছাড়াই দলকে অভ্যস্ত করতে চান তিনি।
চ্যাম্পিয়নস লিগ জেতা কোচ তিনি। ইউরোপের শীর্ষ পর্যায়ের চারটি ক্লাবের হয়ে জিতেছেন ভিন্ন ভিন্ন শিরোপা। সেই টমাস টুখেলের আজ রাতের লড়াইটা নিজের সুনাম রক্ষার। নয়তো বায়ার্ন মিউনিখের পাশাপাশি তাঁকেও যে দর্শক হয়ে যেতে হবে চ্যাম্পিয়নস লিগে!
২০২০-২১ মৌসুমে একপ্রকার ভাঙাচোরা চেলসিকে নিয়েই চ্যাম্পিয়নস লিগ জিতে বিশ্বসেরা কোচের পুরস্কার পান টুখেল। কিন্তু নতুন মালিক টড বোহেলির অধীনে স্টামফোর্ড ব্রিজে টিকতে পারেননি। ছাঁটাই হওয়ার পর আসেন মিউনিখে। তবে গত মৌসুমের শেষ দিনে গিয়ে বুন্দেসলিগা জিতলেও বাভারিভানদের মন জিততে পারেননি। ধারাবাহিকতার অভাবে এ মৌসুম শেষে অ্যালিয়েঞ্জ অ্যারেনাও ছাড়তে হবে টুখেলকে। যাওয়ার আগে কি পারবেন বায়ার্নকে আরেকটি শিরোপা জেতাতে?
১১ মৌসুম পর বাভারিয়ানদের বুন্দেসলিগা হাতছাড়া হওয়ার পথে। গত তিন মৌসুম ধরে চ্যাম্পিয়নস লিগে শেষ আটে থামতে হয়েছে বায়ার্নকে। এবার তো তৈরি হয়েছে শেষ ষোলো থেকে বিদায়ের শঙ্কা। গত মাসে শেষ ষোলোর প্রথম লেগে রোমে গিয়ে লাৎসিও কাছে ১-০ গোলে হেরেছে টুখেলের দল। শেষ আটে যেতে হলে ফিরতি লেগে নিজেদের মাঠে ২-০ গোলেই জিততে হবে বায়ার্নকে। টুখেলও এবার বেশ হিসেবি। গতকাল সংবাদ সম্মেলনে বললেন, ‘সময় এখন লাৎসিওর পক্ষে। আমাদের হারানোর সময় নেই। বল দখলে রাখার জন্য আমরা ধৈর্য ধরতে পারব না। আমাদের মাত্র ৯০ মিনিট সময় আছে।’
টুখেল এ-ও জানিয়ে দিলেন গোলের জন্য শুরু থেকে আক্রমণে যাবে তাঁর দল। লাৎসিওকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে বায়ার্ন কোচ বলেন, ‘প্রথম আক্রমণ বা পাসের জন্য আমরা অপেক্ষা করতে পারব না। অন্যথায় প্রতিপক্ষ সুযোগ নিয়ে নেবে। আমাদের ঠান্ডা মাথায় খেলা প্রয়োজন, তবে আমাদের গোলের জন্যই খেলতে হবে।’
লিগে নিজেদের আগের ম্যাচে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে বাভারিয়ানদের। সব প্রতিযোগিতা মিলিয়ে গত পাঁচ ম্যাচে তাদের জয় মাত্র একটিতে। সুবিধাজনক অবস্থানে নেই লাৎসিও-ও। সিরি আতে আগের ম্যাচে মিলানের বিপক্ষে হারের ম্যাচে তিনটি লাল কার্ড দেখে মাউরিসিও সারির দল।
আজ রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়াদের মুখোমুখি হবে পিএসজি। প্রথম লেগে ২-০ গোলে জেতায় স্পেন সফরে ড্র বা ১-০ গোলে হারলেও শেষ আটে উঠে যাবে ফরাসি চ্যাম্পিয়নরা। সবশেষ দুবার পিএসজি বিদায় নিয়েছিল দ্বিতীয় রাউন্ড থেকে। তবে এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে খেলবেন কিনা, সেটি অনিশ্চিত। লিগে আগের ম্যাচে ফরাসি ফরোয়ার্ডকে প্রথমার্ধের পরপরই তুলে নেন লুইস এনরিখে। কারণ হিসেবে জানান, এমবাপ্পে যেহেতু এ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে চলে যাচ্ছেন, তাঁকে ছাড়াই দলকে অভ্যস্ত করতে চান তিনি।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে