বায়ার্ন মিউনিখে খেলার পর থেকেই হ্যারি কেইনের সঙ্গে রেকর্ড শব্দটি যেন মিশে গেছে ওতপ্রোতভাবে। একের পর এক রেকর্ডে নাম লিখিয়েই চলেছেন তিনি। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা কেইন এবার করেছেন অন্যরকম এক ফিফটি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত ১৪ ফেব্রুয়ারি লাৎসিওর বিপক্ষে ১-০ গোলে হেরে গিয়েছিল বায়ার্ন। ম্যাচটা ছিল লাৎসিওর ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে। এক মাসেরও কম সময়ের ব্যবধানে গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয় বায়ার্ন ও লাৎসিও। কোয়ার্টার ফাইনালে যেতে আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল বায়ার্নকে জিততেই হতো। প্রয়োজনের সময়ই জ্বলে ওঠা কেইনের জোড়া গোলে লাৎসিওকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন। দুই লেগ মিলে ৩-১ গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে বায়ার্ন। দলকে কোয়ার্টার ফাইনালে তোলার পথে এক মাইলফলক স্পর্শ করেছেন কেইন। ৩৮ মিনিটে রাফায়েল গেরেইরোর পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন কেইন। তাতে প্রথম ব্রিটিশ ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন কেইন। এরপর ৬৬ মিনিটে গোল করে সংখ্যাটাকে নিয়ে গেছেন ৫১ নম্বরে।
উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে ৫১ গোলের মধ্যে কেইনের ২৭ গোলই চ্যাম্পিয়নস লিগে। ব্রিটিশ ফুটবলার হিসেবে এই তালিকায় কেইনের পরে দুইয়ে আছেন স্টিভেন জেরার্ড। জেরার্ড করেন ৪১ গোল। লিভারপুলের সাবেক মিডফিল্ডার চ্যাম্পিয়নস লিগেই ২১ গোল করেছেন। ব্রিটিশ ফুটবলার হিসেবে তৃতীয় সর্বোচ্চ ৪০ গোল ওয়েইন রুনি করেছেন উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে। রুনির ৩০ গোলই এসেছে চ্যাম্পিয়নস লিগে।
১৪৫ গোল করে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সবার ওপরে ক্রিস্টিয়ানো রোনালদো। দুইয়ে থাকা লিওনেল মেসি এই প্রতিয়োগিতায় করেন ১৩২ গোল।
সময়ের দুই সেরা ফুটবলার রোনালদো ও মেসির সেই সুযোগ এখন আর নেই। রোনালদো বর্তমানে খেলছেন সৌদি আরবের আল-নাসর ক্লাবে। অন্যদিকে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। রোনালদো-মেসির রেকর্ড ভাঙার দারুণ সুযোগ রবার্ট লেভানডফস্কির। উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে লেভানডফস্কি এখনো পর্যন্ত ১০১ গোল করেন। বর্তমানে তিনি খেলছেন বার্সেলোনোয়।
ব্রিটিশ ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সর্বোচ্চ তিন গোলদাতা গোল
হ্যারি কেইন ৫১
স্টিভেন জেরার্ড ৪১
ওয়েইন রুনি ৪০
উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সর্বোচ্চ তিন গোল গোল
ক্রিস্টিয়ানো রোনালদো ১৪৫
লিওনেল মেসি ১৩২
রবার্ট লেভানডফস্কি ১০১
বায়ার্ন মিউনিখে খেলার পর থেকেই হ্যারি কেইনের সঙ্গে রেকর্ড শব্দটি যেন মিশে গেছে ওতপ্রোতভাবে। একের পর এক রেকর্ডে নাম লিখিয়েই চলেছেন তিনি। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা কেইন এবার করেছেন অন্যরকম এক ফিফটি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত ১৪ ফেব্রুয়ারি লাৎসিওর বিপক্ষে ১-০ গোলে হেরে গিয়েছিল বায়ার্ন। ম্যাচটা ছিল লাৎসিওর ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে। এক মাসেরও কম সময়ের ব্যবধানে গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয় বায়ার্ন ও লাৎসিও। কোয়ার্টার ফাইনালে যেতে আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল বায়ার্নকে জিততেই হতো। প্রয়োজনের সময়ই জ্বলে ওঠা কেইনের জোড়া গোলে লাৎসিওকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন। দুই লেগ মিলে ৩-১ গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে বায়ার্ন। দলকে কোয়ার্টার ফাইনালে তোলার পথে এক মাইলফলক স্পর্শ করেছেন কেইন। ৩৮ মিনিটে রাফায়েল গেরেইরোর পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন কেইন। তাতে প্রথম ব্রিটিশ ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন কেইন। এরপর ৬৬ মিনিটে গোল করে সংখ্যাটাকে নিয়ে গেছেন ৫১ নম্বরে।
উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে ৫১ গোলের মধ্যে কেইনের ২৭ গোলই চ্যাম্পিয়নস লিগে। ব্রিটিশ ফুটবলার হিসেবে এই তালিকায় কেইনের পরে দুইয়ে আছেন স্টিভেন জেরার্ড। জেরার্ড করেন ৪১ গোল। লিভারপুলের সাবেক মিডফিল্ডার চ্যাম্পিয়নস লিগেই ২১ গোল করেছেন। ব্রিটিশ ফুটবলার হিসেবে তৃতীয় সর্বোচ্চ ৪০ গোল ওয়েইন রুনি করেছেন উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে। রুনির ৩০ গোলই এসেছে চ্যাম্পিয়নস লিগে।
১৪৫ গোল করে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সবার ওপরে ক্রিস্টিয়ানো রোনালদো। দুইয়ে থাকা লিওনেল মেসি এই প্রতিয়োগিতায় করেন ১৩২ গোল।
সময়ের দুই সেরা ফুটবলার রোনালদো ও মেসির সেই সুযোগ এখন আর নেই। রোনালদো বর্তমানে খেলছেন সৌদি আরবের আল-নাসর ক্লাবে। অন্যদিকে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। রোনালদো-মেসির রেকর্ড ভাঙার দারুণ সুযোগ রবার্ট লেভানডফস্কির। উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে লেভানডফস্কি এখনো পর্যন্ত ১০১ গোল করেন। বর্তমানে তিনি খেলছেন বার্সেলোনোয়।
ব্রিটিশ ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সর্বোচ্চ তিন গোলদাতা গোল
হ্যারি কেইন ৫১
স্টিভেন জেরার্ড ৪১
ওয়েইন রুনি ৪০
উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে সর্বোচ্চ তিন গোল গোল
ক্রিস্টিয়ানো রোনালদো ১৪৫
লিওনেল মেসি ১৩২
রবার্ট লেভানডফস্কি ১০১
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে