সেরা তিনে কেন নেই মেসি, রোনালদো নেইমারের কেউই
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর সোনালি সময় তবে কি ধীরে ধীরে ফুরিয়ে আসছে! গত মৌসুমের মতো এবারও উয়েফার বর্ষসেরা ফুটবলারের দৌড়ে সেরা তিনে নেই মেসি, রোনালদো দুইজনের কেউই। সময়ের আরেক তারকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার তো সেরা দশেই নেই।