ঢাকা: ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে নেইমারকে দলে ভিড়িয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পরে কিলিয়ান এমবাপ্পেকে আনতেও ১৮০ মিলিয়ন ইউরো খরচ করেছিল ফরাসি এই ক্লাবটি। তবে যে আশায় তাঁদের প্যারিসে আনা হয়েছিল চার বছরেও তা পূরণ হয়নি। জেতা হয়নি কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ। তবু এই দুই তারকাকে ছাড়তে নারাজ পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। উল্টো আরও তারকা দলে ভেড়ানোর কাজ করছেন কাতারের এই ধনকুবের। সম্প্রতি ছিনিয়ে এনেছেন বার্সেলোনার লক্ষ্যে থাকা ডাচ মিডফিল্ডার গিনি ভিনালদামকে। স্প্যানিশ সংবাদমাধ্যম খেলাইফিকে এখন দলবদলের বাজারের ‘ত্রাস’ হিসাবে অভিহিত করেছে।
ইতিমধ্যে মেয়াদ শেষ হওয়ার আগেই নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চুক্তি নবায়নের পর লক্ষ্যে এবার এমবাপ্পে। ক্লাব সভাপতি খেলাইফি জানিয়েছেন, এমবাপ্পেকে রাখতে সর্বোচ্চ চেষ্টাই তাঁরা করবে। একই সঙ্গে তিনি মনে করেন এমবাপ্পে পিএসজিতেই থাকবেন, ‘এটা পরিষ্কার এমবাপ্পে প্যারিসেই থাকছে। আমরা তাকে ছাড়ব না। আর সে তো কখনই ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়বে না। এখানে তার যা দরকার সবই পাচ্ছে আর কোথায় যাবে? কোন ক্লাবেই বা যাবে?’
এমবাপ্পের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে খেলাইফি বেশ আশাবাদী। খুব দ্রুত নতুন চুক্তির হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বলেছেন, ‘সব মিলিয়ে ভালোই যাচ্ছে। আশা করি আমরা তার (এমবাপ্পে) সঙ্গে চুক্তি নবায়ন করতে পারব। এটা প্যারিস, তার শহর। এমবাপ্পের নিজেরও একটা উদ্দেশ আছে। সেটি শুধু ফুটবল খেলা নয়, তার নিজের দেশের লিগকে আরও ওপরে তোলা।।’
সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হেরেছে পিএসজি। সঙ্গে হাতছাড়া করেছে লিগ শিরোপাও। তার আগের মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও শিরোপা স্বাদ পায়নি ফরাসি জায়ান্টরা। নতুন মৌসুমে তাই আরও আটঘাট বেঁধে নেমেছেন খেলাইফি।
ঢাকা: ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে নেইমারকে দলে ভিড়িয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পরে কিলিয়ান এমবাপ্পেকে আনতেও ১৮০ মিলিয়ন ইউরো খরচ করেছিল ফরাসি এই ক্লাবটি। তবে যে আশায় তাঁদের প্যারিসে আনা হয়েছিল চার বছরেও তা পূরণ হয়নি। জেতা হয়নি কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ। তবু এই দুই তারকাকে ছাড়তে নারাজ পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। উল্টো আরও তারকা দলে ভেড়ানোর কাজ করছেন কাতারের এই ধনকুবের। সম্প্রতি ছিনিয়ে এনেছেন বার্সেলোনার লক্ষ্যে থাকা ডাচ মিডফিল্ডার গিনি ভিনালদামকে। স্প্যানিশ সংবাদমাধ্যম খেলাইফিকে এখন দলবদলের বাজারের ‘ত্রাস’ হিসাবে অভিহিত করেছে।
ইতিমধ্যে মেয়াদ শেষ হওয়ার আগেই নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চুক্তি নবায়নের পর লক্ষ্যে এবার এমবাপ্পে। ক্লাব সভাপতি খেলাইফি জানিয়েছেন, এমবাপ্পেকে রাখতে সর্বোচ্চ চেষ্টাই তাঁরা করবে। একই সঙ্গে তিনি মনে করেন এমবাপ্পে পিএসজিতেই থাকবেন, ‘এটা পরিষ্কার এমবাপ্পে প্যারিসেই থাকছে। আমরা তাকে ছাড়ব না। আর সে তো কখনই ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়বে না। এখানে তার যা দরকার সবই পাচ্ছে আর কোথায় যাবে? কোন ক্লাবেই বা যাবে?’
এমবাপ্পের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে খেলাইফি বেশ আশাবাদী। খুব দ্রুত নতুন চুক্তির হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বলেছেন, ‘সব মিলিয়ে ভালোই যাচ্ছে। আশা করি আমরা তার (এমবাপ্পে) সঙ্গে চুক্তি নবায়ন করতে পারব। এটা প্যারিস, তার শহর। এমবাপ্পের নিজেরও একটা উদ্দেশ আছে। সেটি শুধু ফুটবল খেলা নয়, তার নিজের দেশের লিগকে আরও ওপরে তোলা।।’
সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হেরেছে পিএসজি। সঙ্গে হাতছাড়া করেছে লিগ শিরোপাও। তার আগের মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও শিরোপা স্বাদ পায়নি ফরাসি জায়ান্টরা। নতুন মৌসুমে তাই আরও আটঘাট বেঁধে নেমেছেন খেলাইফি।
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
১০ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
১০ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
১০ ঘণ্টা আগে