গুণে-মানে-অর্জনে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির ধারেকাছে না থাকলেও বড় বড় বুলি আওড়ানোয় জ্লাতান ইব্রাহিমোভিচের জুড়ি মেলা ভার।
মাঠের পারফরম্যান্স কখনো ইব্রার হয়ে কথা বলে, আবার কখনো বলে না। তবে এসি মিলানের সুইডিশ স্ট্রাইকারের বিখ্যাত মুখ সব সময়ই খোলা থাকে। তিনি যে কথার লড়াই ভীষণ পছন্দ করেন!
সেই মুখের ভাষাতেই রোনালদো-মেসিকে আরেকবার ‘কাবু’ করে ছাড়লেন ইব্রা। নিজেকে ফের ‘শ্রেষ্ঠ’ ফুটবলারের স্বীকৃতি দিলেন।
হাঁটুর চোটে গত মৌসুমের শেষ ভাগে মাঠে নামতে পারেননি ইব্রা। দেশের হয়ে খেলতে পারেননি উয়েফা ইউরোও। দুই মাস পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি এখন ফিট। সব ঠিক থাকলে আগামীকাল রাতে লাৎসিওর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমে প্রথমবার মাঠ কাঁপাবেন এসি মিলান তারকা।
এর আগে সাপ্তাহিক ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের অহমিকার ছিপি খুলে বসলেন ইব্রা। আগামী মাসেই ৪০ তম জন্মদিনের কেক কাটতে চলা তারকা বললেন, ‘বলতে পারেন আমি ওদের (রোনালদো-মেসি) চেয়ে কম শিরোপা জিতেছি কিংবা কখনো চ্যাম্পিয়নস লিগ জিতিনি। কিন্তু সহজাত গুণে ওরা আমার চেয়ে মোটেও এগিয়ে নেই।’
২২ বছরের লম্বা ক্যারিয়ারে একবারও ব্যালন ডি’অরের স্বাদ পাননি ইব্রা। এটি নিয়ে আক্ষেপ রয়েছে কি না–এমন প্রশ্নে তাঁর জবাব, ‘এসব পুরস্কারের মানদণ্ড কী বা কিসের ওপর ভিত্তি করে ব্যালন ডি’অর দেওয়া হয়, তা জানা নেই। আমি কখনোই ব্যালন ডি’অর মিস করি না। ব্যালন ডি’অরই আমায় মিস করে। আর এখনো মনে হয়, আমিই বিশ্বের সেরা ফুটবলার।’
৪০ ছুঁই ছুঁই বয়সেও তারুণ্যের ছাপ রেখে যাচ্ছেন ইব্রা। চোটে পড়ে ছিটকে যাওয়ার আগে গত মৌসুমে করেছিলেন ১৭ গোল। তাঁর নৈপুণ্যেই আট মৌসুম পর চ্যাম্পিয়ন লিগের টিকিট পেয়েছে এসি মিলান।
গুণে-মানে-অর্জনে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির ধারেকাছে না থাকলেও বড় বড় বুলি আওড়ানোয় জ্লাতান ইব্রাহিমোভিচের জুড়ি মেলা ভার।
মাঠের পারফরম্যান্স কখনো ইব্রার হয়ে কথা বলে, আবার কখনো বলে না। তবে এসি মিলানের সুইডিশ স্ট্রাইকারের বিখ্যাত মুখ সব সময়ই খোলা থাকে। তিনি যে কথার লড়াই ভীষণ পছন্দ করেন!
সেই মুখের ভাষাতেই রোনালদো-মেসিকে আরেকবার ‘কাবু’ করে ছাড়লেন ইব্রা। নিজেকে ফের ‘শ্রেষ্ঠ’ ফুটবলারের স্বীকৃতি দিলেন।
হাঁটুর চোটে গত মৌসুমের শেষ ভাগে মাঠে নামতে পারেননি ইব্রা। দেশের হয়ে খেলতে পারেননি উয়েফা ইউরোও। দুই মাস পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি এখন ফিট। সব ঠিক থাকলে আগামীকাল রাতে লাৎসিওর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমে প্রথমবার মাঠ কাঁপাবেন এসি মিলান তারকা।
এর আগে সাপ্তাহিক ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের অহমিকার ছিপি খুলে বসলেন ইব্রা। আগামী মাসেই ৪০ তম জন্মদিনের কেক কাটতে চলা তারকা বললেন, ‘বলতে পারেন আমি ওদের (রোনালদো-মেসি) চেয়ে কম শিরোপা জিতেছি কিংবা কখনো চ্যাম্পিয়নস লিগ জিতিনি। কিন্তু সহজাত গুণে ওরা আমার চেয়ে মোটেও এগিয়ে নেই।’
২২ বছরের লম্বা ক্যারিয়ারে একবারও ব্যালন ডি’অরের স্বাদ পাননি ইব্রা। এটি নিয়ে আক্ষেপ রয়েছে কি না–এমন প্রশ্নে তাঁর জবাব, ‘এসব পুরস্কারের মানদণ্ড কী বা কিসের ওপর ভিত্তি করে ব্যালন ডি’অর দেওয়া হয়, তা জানা নেই। আমি কখনোই ব্যালন ডি’অর মিস করি না। ব্যালন ডি’অরই আমায় মিস করে। আর এখনো মনে হয়, আমিই বিশ্বের সেরা ফুটবলার।’
৪০ ছুঁই ছুঁই বয়সেও তারুণ্যের ছাপ রেখে যাচ্ছেন ইব্রা। চোটে পড়ে ছিটকে যাওয়ার আগে গত মৌসুমে করেছিলেন ১৭ গোল। তাঁর নৈপুণ্যেই আট মৌসুম পর চ্যাম্পিয়ন লিগের টিকিট পেয়েছে এসি মিলান।
বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়শিপে টাইমিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে পুলে নামেন বাংলাদেশি সাঁতারুরা। অ্যানি আক্তার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে ক্যারিয়ারসেরা টাইমিং করলেও আজ হতাশ করেন ৫০ মিটার ফ্রিস্টাইলে।
১ ঘণ্টা আগেফরাসি প্রসিকিউটররা প্যারিস সেন্ট-জার্মেইয়ের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তবে মরক্কোর এই ডিফেন্ডার অভিযোগটি অস্বীকার করেছেন।
১ ঘণ্টা আগেশৃঙ্খলাভঙ্গের অভিযোগে লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকোকে লিগস কাপের বাকি অংশ থেকে বহিষ্কার করেছে আয়োজক কমিটি। পাশাপাশি জরিমানা গুনতে হচ্ছে ইন্টার মায়ামিকে। কত ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে সেটি অবশ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেকোনো আভাস ছিল না। হঠাৎ করেই হিউং-মিন সন ঘোষণা দিয়েছেন, এই গ্রীষ্মে টটেনহাম হটস্পার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার সিউলে এক সংবাদ সম্মেলনে সন এ ঘোষণা দিয়েছেন।
৩ ঘণ্টা আগে