ঢাকা: কোপা আমেরিকায় ব্রাজিলের খেলা নিয়ে শঙ্কা কেটেছে আগেই। করোনা আতঙ্কে কাসেমিরো-নেইমার-গ্যাব্রিয়েল জেসুসরা শুরুতে কোপায় খেলা নিয়ে অনাগ্রহ প্রকাশ করেন। পরে নানা আলোচনা–সমালোচনা শেষে খেলতে রাজি হন তাঁরা। আজ কোপার ২৪ সদস্যের দলও ঘোষণা করেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুই ম্যাচের দল থেকে মাত্র একটি পরিবর্তন এনেছেন সেলেসাও কোচ তিতে।
ব্রাজিল দলে ফিরেছেন চেলসির চ্যাম্পিয়নস লিগ জেতা ডিফেন্ডার থিয়াগো সিলভা। আক্রমণভাগে নেইমারের সঙ্গে আছেন রবার্তো ফিরমিনো, ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুস, এভারটন, গ্যাব্রিয়েল রবোসো ও রিচার্লিসন। রক্ষণে আতলেতিকো মাদ্রিদের ফেলিপেকে ডেকেছেন তিতে। দানি আলভেসের জায়গায় দলে ডাক পেয়েছেন বার্সেলোনার এমারসন। ১৩ জুন রাত ৩টায় (বাংলাদেশ সময়) ‘বি’ গ্রুপে ভেনেজুয়েলা-ব্রাজিল ম্যাচ দিয়ে শুরু হবে কোপা। গ্রুপে ব্রাজিলের সঙ্গে আছে কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু।
গত ১ জুন কোপা আমেরিকা আর্জেন্টিনা থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। কারণ হিসেবে দেখানো হয় আর্জেন্টিনার করোনা পরিস্থিতি। এর আগে নিজেদের দেশে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতায় বাদ পড়ে সহ-আয়োজক কলম্বিয়া। পরে ব্রাজিলে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেয় কনমেবল।
কোপা আমেরিকায় ব্রাজিল দল
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।
ডিফেন্ডার: এমারসন (বার্সেলোনা), দানিলো, অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি, ফেলিপে (আতলেতিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)।
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার সিটি), লুকাস পাকেতা (লিওঁ)।
ফরোয়ার্ড: এভারটন (বেনফিকা), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
ঢাকা: কোপা আমেরিকায় ব্রাজিলের খেলা নিয়ে শঙ্কা কেটেছে আগেই। করোনা আতঙ্কে কাসেমিরো-নেইমার-গ্যাব্রিয়েল জেসুসরা শুরুতে কোপায় খেলা নিয়ে অনাগ্রহ প্রকাশ করেন। পরে নানা আলোচনা–সমালোচনা শেষে খেলতে রাজি হন তাঁরা। আজ কোপার ২৪ সদস্যের দলও ঘোষণা করেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুই ম্যাচের দল থেকে মাত্র একটি পরিবর্তন এনেছেন সেলেসাও কোচ তিতে।
ব্রাজিল দলে ফিরেছেন চেলসির চ্যাম্পিয়নস লিগ জেতা ডিফেন্ডার থিয়াগো সিলভা। আক্রমণভাগে নেইমারের সঙ্গে আছেন রবার্তো ফিরমিনো, ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুস, এভারটন, গ্যাব্রিয়েল রবোসো ও রিচার্লিসন। রক্ষণে আতলেতিকো মাদ্রিদের ফেলিপেকে ডেকেছেন তিতে। দানি আলভেসের জায়গায় দলে ডাক পেয়েছেন বার্সেলোনার এমারসন। ১৩ জুন রাত ৩টায় (বাংলাদেশ সময়) ‘বি’ গ্রুপে ভেনেজুয়েলা-ব্রাজিল ম্যাচ দিয়ে শুরু হবে কোপা। গ্রুপে ব্রাজিলের সঙ্গে আছে কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু।
গত ১ জুন কোপা আমেরিকা আর্জেন্টিনা থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। কারণ হিসেবে দেখানো হয় আর্জেন্টিনার করোনা পরিস্থিতি। এর আগে নিজেদের দেশে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতায় বাদ পড়ে সহ-আয়োজক কলম্বিয়া। পরে ব্রাজিলে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেয় কনমেবল।
কোপা আমেরিকায় ব্রাজিল দল
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।
ডিফেন্ডার: এমারসন (বার্সেলোনা), দানিলো, অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি, ফেলিপে (আতলেতিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)।
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার সিটি), লুকাস পাকেতা (লিওঁ)।
ফরোয়ার্ড: এভারটন (বেনফিকা), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়শিপে টাইমিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে পুলে নামেন বাংলাদেশি সাঁতারুরা। অ্যানি আক্তার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে ক্যারিয়ারসেরা টাইমিং করলেও আজ হতাশ করেন ৫০ মিটার ফ্রিস্টাইলে।
১ ঘণ্টা আগেফরাসি প্রসিকিউটররা প্যারিস সেন্ট-জার্মেইয়ের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তবে মরক্কোর এই ডিফেন্ডার অভিযোগটি অস্বীকার করেছেন।
১ ঘণ্টা আগেশৃঙ্খলাভঙ্গের অভিযোগে লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকোকে লিগস কাপের বাকি অংশ থেকে বহিষ্কার করেছে আয়োজক কমিটি। পাশাপাশি জরিমানা গুনতে হচ্ছে ইন্টার মায়ামিকে। কত ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে সেটি অবশ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেকোনো আভাস ছিল না। হঠাৎ করেই হিউং-মিন সন ঘোষণা দিয়েছেন, এই গ্রীষ্মে টটেনহাম হটস্পার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার সিউলে এক সংবাদ সম্মেলনে সন এ ঘোষণা দিয়েছেন।
৩ ঘণ্টা আগে