ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর সোনালি সময় তবে কি ধীরে ধীরে ফুরিয়ে আসছে! গত মৌসুমের মতো এবারও উয়েফার বর্ষসেরা ফুটবলারের দৌড়ে সেরা তিনে নেই মেসি, রোনালদো দুইজনের কেউই। সময়ের আরেক তারকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার তো সেরা দশেই নেই।
২০১১ সাল থেকে প্রতিবারই বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মেসি-রোনালদোর অন্তত একজন। কিন্তু গত বারের মতো এবারও এই দুই তারকার কেউই জায়গা করে নিতে পারেননি। উয়েফা এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বরাবরই চ্যাম্পিয়নস লিগকে প্রাধান্য দিয়ে থাকে। সেখানে এবার ইউরোও হওয়ায় গুরুত্ব পেয়েছে সেটিও। ইউরোতে ভালো করতে পারেননি রোনালদোর পর্তুগাল। ক্লাব ফুটবলে মেসি, রোনালদোর ক্লাব চ্যাম্পিয়নস লিগে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। নেইমারের পিএসজি অবশ্য চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্যন্ত খেলেছে।
চ্যাম্পিয়নস লিগ তো দূরের কথা মেসি, নেইমার, রোনালদোর কেউই জিততে পারেননি নিজেদের লিগও। স্প্যানিশ লা লিগার শিরোপা হাতছাড়া করা মেসি তাঁর সাবেক ক্লাব বার্সার জার্সিতে জিতেছেন শুধু কোপা দেল রে। রোনালদোর জুভেন্টাস ৯ মৌসুম পর হাতছাড়া করেছে সিরি-আ। নেইমারের পিএসজিও লিগ ওয়ানে শিরোপা খুইয়েছে লিলের কাছে। সব মিলিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলে গত মৌসুমটা ভালো যায়নি কারোরই।
মেসি এবারও তাই তালিকার চার নম্বরে। রোনালদো আছেন নয় নম্বরে আর নেইমার তো সেরা দশের মধ্যেই নেই। উয়েফার মনোনীত সেরা তিন ফুটবলারের দুজনই এবারের চ্যাম্পিয়নস লিগজয়ী। একজন চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও। অন্যজন ফ্রান্সের এনগোলো কান্তে। এর মধ্যে জর্জিনিও আবার ইতালির হয়ে ইউরোও জিতেছেন!
সেরা তিনের আরেকজন চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। ডি ব্রুইনার বেলজিয়াম ইউরোর কোয়ার্টার ফাইনালেও খেলেছিল। উয়েফার বর্ষসেরা পুরস্কারের ১১ বছরের ইতিহাসে এই প্রথম মনোনীত সেরা তিনজনই মিডফিল্ডার। জর্জিনিও, কান্তে, ডি ব্রুইনার মধ্যে কে পাচ্ছেন বর্ষসেরার পুরস্কার সেটি অবশ্য এখনই জানার সুযোগ নেই। তুরস্কের ইস্তাম্বুলে ২৬ আগস্ট এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে জানা যাবে।
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর সোনালি সময় তবে কি ধীরে ধীরে ফুরিয়ে আসছে! গত মৌসুমের মতো এবারও উয়েফার বর্ষসেরা ফুটবলারের দৌড়ে সেরা তিনে নেই মেসি, রোনালদো দুইজনের কেউই। সময়ের আরেক তারকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার তো সেরা দশেই নেই।
২০১১ সাল থেকে প্রতিবারই বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মেসি-রোনালদোর অন্তত একজন। কিন্তু গত বারের মতো এবারও এই দুই তারকার কেউই জায়গা করে নিতে পারেননি। উয়েফা এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বরাবরই চ্যাম্পিয়নস লিগকে প্রাধান্য দিয়ে থাকে। সেখানে এবার ইউরোও হওয়ায় গুরুত্ব পেয়েছে সেটিও। ইউরোতে ভালো করতে পারেননি রোনালদোর পর্তুগাল। ক্লাব ফুটবলে মেসি, রোনালদোর ক্লাব চ্যাম্পিয়নস লিগে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। নেইমারের পিএসজি অবশ্য চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্যন্ত খেলেছে।
চ্যাম্পিয়নস লিগ তো দূরের কথা মেসি, নেইমার, রোনালদোর কেউই জিততে পারেননি নিজেদের লিগও। স্প্যানিশ লা লিগার শিরোপা হাতছাড়া করা মেসি তাঁর সাবেক ক্লাব বার্সার জার্সিতে জিতেছেন শুধু কোপা দেল রে। রোনালদোর জুভেন্টাস ৯ মৌসুম পর হাতছাড়া করেছে সিরি-আ। নেইমারের পিএসজিও লিগ ওয়ানে শিরোপা খুইয়েছে লিলের কাছে। সব মিলিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলে গত মৌসুমটা ভালো যায়নি কারোরই।
মেসি এবারও তাই তালিকার চার নম্বরে। রোনালদো আছেন নয় নম্বরে আর নেইমার তো সেরা দশের মধ্যেই নেই। উয়েফার মনোনীত সেরা তিন ফুটবলারের দুজনই এবারের চ্যাম্পিয়নস লিগজয়ী। একজন চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও। অন্যজন ফ্রান্সের এনগোলো কান্তে। এর মধ্যে জর্জিনিও আবার ইতালির হয়ে ইউরোও জিতেছেন!
সেরা তিনের আরেকজন চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। ডি ব্রুইনার বেলজিয়াম ইউরোর কোয়ার্টার ফাইনালেও খেলেছিল। উয়েফার বর্ষসেরা পুরস্কারের ১১ বছরের ইতিহাসে এই প্রথম মনোনীত সেরা তিনজনই মিডফিল্ডার। জর্জিনিও, কান্তে, ডি ব্রুইনার মধ্যে কে পাচ্ছেন বর্ষসেরার পুরস্কার সেটি অবশ্য এখনই জানার সুযোগ নেই। তুরস্কের ইস্তাম্বুলে ২৬ আগস্ট এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে জানা যাবে।
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযো
২০ মিনিট আগেইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পেয়েছিলেন শিভাম দুবে। তাঁর কনকাশন-সাব হিসেবে খেলানো হয় হারশিত রানাকে। পরে বিতর্কের বিষয় হয়ে ওঠে দুবের জায়গায় হারশিতকে খেলানো নিয়ে। বিতর্ক হওয়াটাও স্বাভাবিক—দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, বিপরীতে হারশিত পাকা পেসার।
৩৮ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, আইপিএলে এখনো পরিচিত মুখ মহেন্দ্র সিং ধোনি। আসন্ন মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। তবে তার ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা জানালেন, অবসরের পর ধোনিকে রাজনীতিতে দেখার প্রত্
২ ঘণ্টা আগে২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক। এই মাসের পর আর নির্বাচক প্যানেলে থাকছেন না তিনি। বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার আজ মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নির্বাচক হিসেবে নিজের অপূর
২ ঘণ্টা আগে