Ajker Patrika

মেসি-রোনালদোদের ক্লাবের পক্ষে সুইস আদালত

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৮ জুন ২০২১, ২১: ০৯
Thumbnail image

ঢাকা: ইউরোপিয়ান সুপার লিগের যাত্রা থেমেছে শুরুতেই। উদ্যোগটি ব্যর্থ হলেও এখনো সুপার লিগ ছেড়ে যায়নি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। এ পরিপ্রেক্ষিতে ২৫ মে উয়েফার বৈঠকে তিন ক্লাবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সম্প্রতি সুইজারল্যান্ডের আইন মন্ত্রণালয়ের দেওয়া রায় তিন ক্লাবেরই পক্ষেই গেছে। যেখানে ক্লাবগুলোর বিরুদ্ধে ফিফা এবং উয়েফাকে কোনো ধরনের পদক্ষেপ নিতে নিষেধ করা হয়েছে।

১২ ক্লাব নিয়ে ইউরোপিয়ান সুপার লিগের পরিকল্পনাটি সামনে আসে এপ্রিলে। এরপর সমর্থক ও খেলোয়াড়দের বিরোধিতার মুখে সুপার লিগ থেকে নয় ক্লাবই সরে আসে। তবে থেকে যায় তিন পরাশক্তি।

প্রথমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বহিষ্কারের হুমকি দেয়। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এরপর আইনি ব্যবস্থার হুমকিও দেওয়া হয়। কিন্তু তিন ক্লাবকে তাদের অবস্থান থেকে সরানো যায়নি।

এখন সুইস আইন মন্ত্রণালয় উল্টো ফিফা ও উয়েফাকেই সতর্কবাণী শুনিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, তিন ক্লাবের বিরুদ্ধে এ দুটি সংস্থা কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত