Ajker Patrika

অ্যাওয়ে গোলকে না বলল উয়েফা

আপডেট : ২৭ জুন ২০২১, ০০: ৫০
অ্যাওয়ে গোলকে না বলল উয়েফা

ঢাকা: আগামী মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের নকআউট পর্বে অ্যাওয়ে গোলের নিয়ম আর কার্যকর থাকছে না। দলগুলোকে আক্রমণাত্মক ফুটবল খেলায় অনুপ্রাণিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে উয়েফা।

১৯৬৫-৬৬ মৌসুমে উইনার্স কাপে প্রথম অ্যাওয়ে গোলের নিয়ম চালু করেছিল উয়েফা। ৫০ বছরের বেশি সময় ধরে এ নিয়ম চলে আসছে। ঘরের মাঠে দলগুলোর গোল আর জয় কমে আসছে। জয়ের জন্য বেশি রক্ষণাত্মক খেলছে। আক্রমণাত্মক ফুটবলে অনুপ্রাণিত করতেই পরের মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের নকআউটে অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করেছে উয়েফা।

এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ১৯৭০ থেকে বর্তমান পর্যন্ত পরিসংখ্যান দেখলেই ব্যাপারটা পরিষ্কার। প্রথম দিকে ৬১ শতাংশ দল ঘরের মাঠে জিতত। এখন তা কমে ৪৭ ভাগে নেমে এসেছে। ঘরের মাঠে গোলের সংখ্যা ২.০২ থেকে ১.৫৮ নেমে এসেছে। দলগুলো আক্রমণাত্মক হওয়ার বদলে রক্ষণাত্মক হয়ে যাচ্ছে। এ কারণেই পরের মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগ আর ইউরোপা লিগের নকআউটে অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করা হয়েছে।

নকআউট পর্বের দুই লেগ মিলিয়ে গোলসংখ্যা সমান হলে তার সমাধানও বাতলে দিয়েছে উয়েফা। ম্যাচ টাই হলে প্রথমে অতিরিক্ত সময়ে খেলা গড়াবে। অতিরিক্ত সময়ে নিষ্পত্তি না হলে টাইব্রেকারে ম্যাচের ফল নির্ধারিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত