রাতের মিলান ডার্বিকে সাধারণ মানতে নারাজ ইন্টার কোচ
চ্যাম্পিয়নস লিগ নিয়ে এক ভিডিওতে ফিলিপ্পো ইনজাঘি জানিয়েছিলেন, আপনি যদি এসি মিলানে যোগ দেন তাহলে বুঝতে পারবেন দলের ডিএনএ হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, দ্য ইউরোপিয়ান কাপ ঐতিহ্য। এসি মিলানের ইতিহাসও দলের সাবেক কোচ ও স্ট্রাইকারের কথাই প্রমাণ করে।