মৃত্যুকূপে প্রথম ম্যাচ হেরেও ফাইনাল— ইন্টার মিলানের এবারের চ্যাম্পিয়নস লিগ যাত্রাটা দুঃসাহসী ইতালিয়ান অভিযাত্রী মার্কো পোলোর চেয়েও কম রোমাঞ্চকর ছিল না। রোমাঞ্চের শেষটা রাঙানোর জন্য দরকার ছিল শিরোপা। কিন্তু ’আনলাকি থার্টিন’ নামের যে অপবাদ সেটি আর খণ্ডানো হলো না নেরাজ্জুরিদের।
রদ্রির একমাত্র গোলে ইন্টারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। একের পর এক গোল হাতছাড়া করার মাশুল দেওয়ায় সিমোনে ইনজাগির শিষ্যরা ১৩ বছরের অপেক্ষার ইতি টানতে পারল না। তবে সিটির যে এই অপেক্ষাটা আরও অনেক বছরের! একবার ইউরোপের সিংহাসনে বসার জন্য নিজেদের ঢেলে সাজিয়েছে তারা। চেষ্টারও কী কম ছিল!
অবশেষে সিটিজেনদের অপেক্ষার ইতি। দুই বছর আগে পর্তুগালে চেলসির বিপক্ষে ১-০ গোলে হেরে শিরোপা স্বপ্ন বিসর্জন দিয়েছিল পেপ গার্দিওলার দল। এবার তারা স্বপ্নটা পূরণ করল ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে। ১৮ বছর পর ইস্তাম্বুলে হলো চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। তবে ফিরল না ’মিরাকল অব ইস্তাম্বুল’।
চ্যাম্পিয়নস লিগ জয়ের সঙ্গে আরেকটি কীর্তিও গড়ল সিটি। নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতল তারা। ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জিতল সিটি। ইউনাইটেড এই কীর্তি গড়েছিল ১৯৯৮-৯৯ মৌসুমে। সেই সঙ্গে দ্বিতীয় কোচ হিসেবে দুটি ট্রেবল জিতলেন গার্দিওলা। এর আগে বার্সেলোনার হয়ে প্রথম ট্রেবল জিতেছিলেন তিনি।
তবে সিটির স্বপ্নের নায়ক রদ্রি। ১৬ গজ দূর থেকে তাঁর ৬৮ মিনিটে নেওয়া শটেই সিটির ঘরে এলো বহুল আকাঙ্ক্ষিত শিরোপা। এর দুই মিনিট পর দিমার্কোর হেড গোলপোস্টে না লাগলে সমতায় ফিরতে পারত ইন্টার। ৮৮ মিনিটে হেড থেকে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন রোমেলু লুকাকুও। পুরো ম্যাচে দুর্দান্ত কয়েকটি সেভ দিয়ে সিটিকে বাঁচিয়েছেন গোলরক্ষক এডারসন।
মৃত্যুকূপে প্রথম ম্যাচ হেরেও ফাইনাল— ইন্টার মিলানের এবারের চ্যাম্পিয়নস লিগ যাত্রাটা দুঃসাহসী ইতালিয়ান অভিযাত্রী মার্কো পোলোর চেয়েও কম রোমাঞ্চকর ছিল না। রোমাঞ্চের শেষটা রাঙানোর জন্য দরকার ছিল শিরোপা। কিন্তু ’আনলাকি থার্টিন’ নামের যে অপবাদ সেটি আর খণ্ডানো হলো না নেরাজ্জুরিদের।
রদ্রির একমাত্র গোলে ইন্টারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। একের পর এক গোল হাতছাড়া করার মাশুল দেওয়ায় সিমোনে ইনজাগির শিষ্যরা ১৩ বছরের অপেক্ষার ইতি টানতে পারল না। তবে সিটির যে এই অপেক্ষাটা আরও অনেক বছরের! একবার ইউরোপের সিংহাসনে বসার জন্য নিজেদের ঢেলে সাজিয়েছে তারা। চেষ্টারও কী কম ছিল!
অবশেষে সিটিজেনদের অপেক্ষার ইতি। দুই বছর আগে পর্তুগালে চেলসির বিপক্ষে ১-০ গোলে হেরে শিরোপা স্বপ্ন বিসর্জন দিয়েছিল পেপ গার্দিওলার দল। এবার তারা স্বপ্নটা পূরণ করল ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে। ১৮ বছর পর ইস্তাম্বুলে হলো চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। তবে ফিরল না ’মিরাকল অব ইস্তাম্বুল’।
চ্যাম্পিয়নস লিগ জয়ের সঙ্গে আরেকটি কীর্তিও গড়ল সিটি। নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতল তারা। ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ জিতল সিটি। ইউনাইটেড এই কীর্তি গড়েছিল ১৯৯৮-৯৯ মৌসুমে। সেই সঙ্গে দ্বিতীয় কোচ হিসেবে দুটি ট্রেবল জিতলেন গার্দিওলা। এর আগে বার্সেলোনার হয়ে প্রথম ট্রেবল জিতেছিলেন তিনি।
তবে সিটির স্বপ্নের নায়ক রদ্রি। ১৬ গজ দূর থেকে তাঁর ৬৮ মিনিটে নেওয়া শটেই সিটির ঘরে এলো বহুল আকাঙ্ক্ষিত শিরোপা। এর দুই মিনিট পর দিমার্কোর হেড গোলপোস্টে না লাগলে সমতায় ফিরতে পারত ইন্টার। ৮৮ মিনিটে হেড থেকে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন রোমেলু লুকাকুও। পুরো ম্যাচে দুর্দান্ত কয়েকটি সেভ দিয়ে সিটিকে বাঁচিয়েছেন গোলরক্ষক এডারসন।
এবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেসিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
৩ ঘণ্টা আগে