Ajker Patrika

‘পিএসজির শিরোপা জয় সাধারণ কিছু নয়’ 

আপডেট : ২৮ মে ২০২৩, ১০: ২৯
‘পিএসজির শিরোপা জয় সাধারণ কিছু নয়’ 

লিগ ওয়ানের চলতি মৌসুমের শিরোপা বলতে গেলে আগে থেকেই নিশ্চিত ছিল প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। গতকাল আনুষ্ঠানিকভাবে শিরোপা হয়েই গেল তাঁদের। স্ত্রাসবুর্গের বিপক্ষে ১-১ গোলে ড্র করে লিগ ওয়ান শিরোপা ধরে রাখল পিএসজি। ক্রিস্তফ গালতিয়েরের কাছে এই শিরোপা কোনো সাধারণ কিছু নয়।

গতকালের ম্যাচের আগে ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল পিএসজি। সমান ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল লাঁস। ২০২২-২৩ লিগ ওয়ান জিততে পিএসজির সমীকরণ ছিল ড্র অথবা জয়। লা মেইনাওতে গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে গোলমুখ খোলেন লিওনেল মেসি। ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্টে গোল করেন মেসি। আর ৭৯ মিনিটে স্ত্রাসবুর্গের গোল করেন কেভিন গ্যামেইরো। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হলে টানা দ্বিতীয় লিগ ওয়ান শিরোপা জেতে প্যারিসিয়ানরা।

লিগ ওয়ান জেতা গালতিয়েরের কাছে অনেক বড় কিছু। কথা প্রসঙ্গে তিনি গতকাল বুন্দেসলিগার মৌসুমের শেষ দিনের কথা উল্লেখ করেছেন, যেখানে রুদ্ধশ্বাস এক দিনে টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত হয়েছে। ম্যাচ শেষে পিএসজির শিরোপা জয়ী কোচ বলেন, ‘আজ বিকালে বুন্দেসলিগার মৌসুমের শেষ দিনের খেলা দেখেছি এবং আপনি দেখবেন, যেকোনো লিগ জেতা কত কঠিন। ইউরোপীয় লিগগুলোর বর্তমান চ্যাম্পিয়নদের একটু সমস্যায় পড়তে হয়। আমরা প্যারিস সেইন্ট জার্মেই হলেও বিশ্বাস করতে হবে এই শিরোপা জয় কোনো সাধারণ কিছু না।’

গত বছরের ৫ জুলাই পিএসজি কোচের দায়িত্ব নিয়েছিলেন গালতিয়ের। দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় শিরোপা জিতলেন তিনি। এর আগে ২০২২ ট্রফি দেস চ্যাম্পিয়ন পিএসজি জিতেছে তাঁর নেতৃত্বে। তবু পিএসজিতে গালতিয়েরের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। নতুন মৌসুম শুরুর আগে তাঁর ছাঁটাই হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এমনকি মেসি, এমবাপ্পে, নেইমার—এই তিন তারকা ফুটবলারেরও ক্লাব ছাড়ার গুঞ্জন চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত