২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আগামী মাসে। প্রথম শিরোপা শিরোপা জয়ের লক্ষ্যে ম্যানচেস্টার সিটি খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। ইস্তাম্বুলে হতে যাওয়া এই ফাইনালের টিকিট পাওয়া যাবে ৮০০০ টাকায়।
ইন্টার-সিটি ফাইনালের টিকিটকে চার ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। উয়েফার ওয়েবসাইট থেকে জানা গেছে, সবচেয়ে কম দামি ক্যাটেগরি ৪ এর টিকিটের দাম ৭০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ১০৪ টাকা। ক্যাটেগরি ৩ এর টিকিটের দাম ১৮০ ইউরো (প্রায় ২১ হাজার টাকা)। ক্যাটেগরি ২ এর টিকিট কিনতে হলে খরচ করতে হবে ৪৯০ ইউরো (৫৬ হাজার ৭৩০ টাকা)। আর সবচেয়ে দামি ক্যাটেগরি ১ এর টিকিটের দাম ৬৯০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০ হাজার টাকা।
১০ জুন হতে যাওয়া ফাইনালের ভেন্যু ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামের ধারণক্ষমতা ৭২ হাজার। দুই ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান-দুই দলই ২০ হাজার করে ৪০ হাজার টিকিট পাবে। এই টিকিট তারা ক্লাব সমর্থকদের বিক্রি করতে পারবেন। বাকি ৩২ হাজারের মধ্যে ৭ হাজার ২০০ টিকিট অনলাইনে পাওয়া যাবে। ফাইনালের টিকিটের জন্য উয়েফার সাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। বাকি রইল ২৪ হাজার ৮০০ টিকিট। উয়েফা জানিয়েছে, এই টিকিটগুলো পাবে উয়েফা, স্থানীয় আয়োজক, বাণিজ্যিক অংশীদার ও চ্যানেল।
এর আগে ২০০৫ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছিল। এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে থেকে শিরোপা জিতেছিল লিভারপুল। এই ফাইনাল পরিচিত ‘মিরাকল অব ইস্তাম্বুল’ নামে।
২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আগামী মাসে। প্রথম শিরোপা শিরোপা জয়ের লক্ষ্যে ম্যানচেস্টার সিটি খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। ইস্তাম্বুলে হতে যাওয়া এই ফাইনালের টিকিট পাওয়া যাবে ৮০০০ টাকায়।
ইন্টার-সিটি ফাইনালের টিকিটকে চার ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। উয়েফার ওয়েবসাইট থেকে জানা গেছে, সবচেয়ে কম দামি ক্যাটেগরি ৪ এর টিকিটের দাম ৭০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ১০৪ টাকা। ক্যাটেগরি ৩ এর টিকিটের দাম ১৮০ ইউরো (প্রায় ২১ হাজার টাকা)। ক্যাটেগরি ২ এর টিকিট কিনতে হলে খরচ করতে হবে ৪৯০ ইউরো (৫৬ হাজার ৭৩০ টাকা)। আর সবচেয়ে দামি ক্যাটেগরি ১ এর টিকিটের দাম ৬৯০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০ হাজার টাকা।
১০ জুন হতে যাওয়া ফাইনালের ভেন্যু ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামের ধারণক্ষমতা ৭২ হাজার। দুই ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান-দুই দলই ২০ হাজার করে ৪০ হাজার টিকিট পাবে। এই টিকিট তারা ক্লাব সমর্থকদের বিক্রি করতে পারবেন। বাকি ৩২ হাজারের মধ্যে ৭ হাজার ২০০ টিকিট অনলাইনে পাওয়া যাবে। ফাইনালের টিকিটের জন্য উয়েফার সাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। বাকি রইল ২৪ হাজার ৮০০ টিকিট। উয়েফা জানিয়েছে, এই টিকিটগুলো পাবে উয়েফা, স্থানীয় আয়োজক, বাণিজ্যিক অংশীদার ও চ্যানেল।
এর আগে ২০০৫ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছিল। এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে থেকে শিরোপা জিতেছিল লিভারপুল। এই ফাইনাল পরিচিত ‘মিরাকল অব ইস্তাম্বুল’ নামে।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৯ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৯ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
১০ ঘণ্টা আগে