Ajker Patrika

ইন্টারের ১৩ বছরের অপেক্ষা শেষ, স্বপ্নপূরণ ইনজাঘির

আপডেট : ১৭ মে ২০২৩, ১০: ২৮
ইন্টারের ১৩ বছরের অপেক্ষা শেষ, স্বপ্নপূরণ ইনজাঘির

সান সিরোয় গতকাল লাউতারো মার্তিনেজ যখন গোলের পর সতীর্থ রোমেলু লুকাকুর সঙ্গে উদ্‌যাপনটা করলেন, তখনই মনে হয়েছিল এসি মিলানের আজ আশা শেষ। ম্যাচ শেষেও তা-ই হয়েছে। দুজনে গোল উদ্‌যাপনের সময় বন্দুক থেকে গুলি ছোড়ার ভঙ্গিতে এসি মিলানকে বুঝিয়ে দিয়েছেন তাদের ফাইনালে ওঠার সুযোগ শেষ।

কাজটা অবশ্য ইন্টার সেমিফাইনালের প্রথম লেগেই করে রেখেছিল। প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থেকে গতকাল খেলতে নেমেছিল তারা। ১-০ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে সিমোন ইনজাঘির দল।

এতে করে দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা শেষে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে উঠছে ইন্টার। ক্লাবের এক যুগের বেশি অপেক্ষা ঘোচাতে দুর্দান্ত কাজ করেছেন কোচ ইনজাঘি। ক্লাবের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলকে ফাইনালে ওঠানোর স্বপ্ন ছিল তাঁর। গতকাল সেই স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইনজাঘি বলেছেন,‘শুরু থেকেই ফাইনালে ওঠার একটা স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণ করতে পারব এটা সব সময় বিশ্বাস ছিল। আমরা অসাধারণ একটি পথ পাড়ি দিয়েছি। এ রকম একটি সেমিফাইনাল ডার্বি জিততে পেরে খুবই খুশি। এর জন্য অবশ্য ছেলেদের প্রশংসা করতেই হবে।’

সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে ফাইনালে খেলেছিল ইন্টার। সেবার বার্য়ান মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল তারা। এবার সেই সুযোগ থাকছে তাদের সামনে। আগামী ১০ জুন ইস্তাম্বুলের ফাইনালে ম্যানচেস্টার সিটি, নাকি রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ পাবে তা আজ রাতে নিশ্চিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত