ক্রীড়া ডেস্ক
‘একবার না পারিলে দেখ শতবার’—কালীপ্রসন্ন ঘোষের জনপ্রিয় এই কবিতার লাইনের বাস্তব প্রমাণের চেষ্টা গতকাল করছিলেন রোমেলু লুকাকু। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির জালে বল জড়ানোর চেষ্টা তিনি করেছেন অনেকবার। তবে একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।
ম্যান সিটির বিপক্ষে গতকাল ইন্টার সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করেছে লুকাকুর ভুলেই। ৭০ মিনিটে ফেদেরিকো দিমার্কোর হেড দুর্ভাগ্যজনকভাবে সিটির গোলবারে লেগে ফেরত আসে। ফিরতি চেষ্টায় বল জড়ানোর চেষ্টা করেন দিমার্কো। ইন্টারের এই লেফট ব্যাকের সামনে এসে পড়েন লুকাকু। সমতায় ফেরার অন্যতম সহজ সুযোগ হাতছাড়া হয়েছে এখানেই। ৭৩ মিনিটে সিটির লক্ষ্য বরাবর শট করেন লুকাকু। সিটি গোলরক্ষক এদেরসন তা দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন। ৮৮ মিনিটে আরও একবার সুযোগ পেয়েছেন লুকাকু। ইন্টারের এই স্ট্রাইকারকে কাটব্যাক করে পাস দিয়েছিলেন রবিন গোসেনস। লুকাকু হেডে গোল করার চেষ্টা করলেও এদেরসনের দৃঢ়তায় তা আর সম্ভব হয়নি। আর ৯০ মিনিটে পাওয়া শেষ সুযোগটুকুও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বেলজিয়ান এই স্ট্রাইকার।
সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার ব্যর্থতা লুকাকুর কাছে নতুন কিছু নয়। ২০২২ ফুটবল বিশ্বকাপে তাঁর ভুলে বেলজিয়াম বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। বিশ্বকাপে লুকাকুর অফ ফর্মের কথাই যেন মনে করালেন মাশরাফি বিন মর্তুজা। ফাইনালের পর বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘লুকাকু বিশ্বকাপের ফর্মই ধরে রাখল। যার কারণে বেলজিয়ামকে ভুগতে হয়েছিল। এত সহজ গোল মিস। তারপর গোলে যাওয়া বল নিজের পায়ে লাগিয়ে নিল।’
২০২২-২৩ মৌসুমে লুকাকু সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ৩৭ ম্যাচ। করেছেন ১৪ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে চ্যাম্পিয়নস লিগে করেছেন ৩ গোল।
‘একবার না পারিলে দেখ শতবার’—কালীপ্রসন্ন ঘোষের জনপ্রিয় এই কবিতার লাইনের বাস্তব প্রমাণের চেষ্টা গতকাল করছিলেন রোমেলু লুকাকু। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির জালে বল জড়ানোর চেষ্টা তিনি করেছেন অনেকবার। তবে একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।
ম্যান সিটির বিপক্ষে গতকাল ইন্টার সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করেছে লুকাকুর ভুলেই। ৭০ মিনিটে ফেদেরিকো দিমার্কোর হেড দুর্ভাগ্যজনকভাবে সিটির গোলবারে লেগে ফেরত আসে। ফিরতি চেষ্টায় বল জড়ানোর চেষ্টা করেন দিমার্কো। ইন্টারের এই লেফট ব্যাকের সামনে এসে পড়েন লুকাকু। সমতায় ফেরার অন্যতম সহজ সুযোগ হাতছাড়া হয়েছে এখানেই। ৭৩ মিনিটে সিটির লক্ষ্য বরাবর শট করেন লুকাকু। সিটি গোলরক্ষক এদেরসন তা দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন। ৮৮ মিনিটে আরও একবার সুযোগ পেয়েছেন লুকাকু। ইন্টারের এই স্ট্রাইকারকে কাটব্যাক করে পাস দিয়েছিলেন রবিন গোসেনস। লুকাকু হেডে গোল করার চেষ্টা করলেও এদেরসনের দৃঢ়তায় তা আর সম্ভব হয়নি। আর ৯০ মিনিটে পাওয়া শেষ সুযোগটুকুও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বেলজিয়ান এই স্ট্রাইকার।
সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার ব্যর্থতা লুকাকুর কাছে নতুন কিছু নয়। ২০২২ ফুটবল বিশ্বকাপে তাঁর ভুলে বেলজিয়াম বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। বিশ্বকাপে লুকাকুর অফ ফর্মের কথাই যেন মনে করালেন মাশরাফি বিন মর্তুজা। ফাইনালের পর বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘লুকাকু বিশ্বকাপের ফর্মই ধরে রাখল। যার কারণে বেলজিয়ামকে ভুগতে হয়েছিল। এত সহজ গোল মিস। তারপর গোলে যাওয়া বল নিজের পায়ে লাগিয়ে নিল।’
২০২২-২৩ মৌসুমে লুকাকু সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ৩৭ ম্যাচ। করেছেন ১৪ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে চ্যাম্পিয়নস লিগে করেছেন ৩ গোল।
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
১৬ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
২৮ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
১ ঘণ্টা আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে