‘একবার না পারিলে দেখ শতবার’—কালীপ্রসন্ন ঘোষের জনপ্রিয় এই কবিতার লাইনের বাস্তব প্রমাণের চেষ্টা গতকাল করছিলেন রোমেলু লুকাকু। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির জালে বল জড়ানোর চেষ্টা তিনি করেছেন অনেকবার। তবে একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।
ম্যান সিটির বিপক্ষে গতকাল ইন্টার সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করেছে লুকাকুর ভুলেই। ৭০ মিনিটে ফেদেরিকো দিমার্কোর হেড দুর্ভাগ্যজনকভাবে সিটির গোলবারে লেগে ফেরত আসে। ফিরতি চেষ্টায় বল জড়ানোর চেষ্টা করেন দিমার্কো। ইন্টারের এই লেফট ব্যাকের সামনে এসে পড়েন লুকাকু। সমতায় ফেরার অন্যতম সহজ সুযোগ হাতছাড়া হয়েছে এখানেই। ৭৩ মিনিটে সিটির লক্ষ্য বরাবর শট করেন লুকাকু। সিটি গোলরক্ষক এদেরসন তা দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন। ৮৮ মিনিটে আরও একবার সুযোগ পেয়েছেন লুকাকু। ইন্টারের এই স্ট্রাইকারকে কাটব্যাক করে পাস দিয়েছিলেন রবিন গোসেনস। লুকাকু হেডে গোল করার চেষ্টা করলেও এদেরসনের দৃঢ়তায় তা আর সম্ভব হয়নি। আর ৯০ মিনিটে পাওয়া শেষ সুযোগটুকুও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বেলজিয়ান এই স্ট্রাইকার।
সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার ব্যর্থতা লুকাকুর কাছে নতুন কিছু নয়। ২০২২ ফুটবল বিশ্বকাপে তাঁর ভুলে বেলজিয়াম বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। বিশ্বকাপে লুকাকুর অফ ফর্মের কথাই যেন মনে করালেন মাশরাফি বিন মর্তুজা। ফাইনালের পর বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘লুকাকু বিশ্বকাপের ফর্মই ধরে রাখল। যার কারণে বেলজিয়ামকে ভুগতে হয়েছিল। এত সহজ গোল মিস। তারপর গোলে যাওয়া বল নিজের পায়ে লাগিয়ে নিল।’
২০২২-২৩ মৌসুমে লুকাকু সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ৩৭ ম্যাচ। করেছেন ১৪ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে চ্যাম্পিয়নস লিগে করেছেন ৩ গোল।
‘একবার না পারিলে দেখ শতবার’—কালীপ্রসন্ন ঘোষের জনপ্রিয় এই কবিতার লাইনের বাস্তব প্রমাণের চেষ্টা গতকাল করছিলেন রোমেলু লুকাকু। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির জালে বল জড়ানোর চেষ্টা তিনি করেছেন অনেকবার। তবে একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।
ম্যান সিটির বিপক্ষে গতকাল ইন্টার সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করেছে লুকাকুর ভুলেই। ৭০ মিনিটে ফেদেরিকো দিমার্কোর হেড দুর্ভাগ্যজনকভাবে সিটির গোলবারে লেগে ফেরত আসে। ফিরতি চেষ্টায় বল জড়ানোর চেষ্টা করেন দিমার্কো। ইন্টারের এই লেফট ব্যাকের সামনে এসে পড়েন লুকাকু। সমতায় ফেরার অন্যতম সহজ সুযোগ হাতছাড়া হয়েছে এখানেই। ৭৩ মিনিটে সিটির লক্ষ্য বরাবর শট করেন লুকাকু। সিটি গোলরক্ষক এদেরসন তা দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন। ৮৮ মিনিটে আরও একবার সুযোগ পেয়েছেন লুকাকু। ইন্টারের এই স্ট্রাইকারকে কাটব্যাক করে পাস দিয়েছিলেন রবিন গোসেনস। লুকাকু হেডে গোল করার চেষ্টা করলেও এদেরসনের দৃঢ়তায় তা আর সম্ভব হয়নি। আর ৯০ মিনিটে পাওয়া শেষ সুযোগটুকুও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বেলজিয়ান এই স্ট্রাইকার।
সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার ব্যর্থতা লুকাকুর কাছে নতুন কিছু নয়। ২০২২ ফুটবল বিশ্বকাপে তাঁর ভুলে বেলজিয়াম বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। বিশ্বকাপে লুকাকুর অফ ফর্মের কথাই যেন মনে করালেন মাশরাফি বিন মর্তুজা। ফাইনালের পর বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘লুকাকু বিশ্বকাপের ফর্মই ধরে রাখল। যার কারণে বেলজিয়ামকে ভুগতে হয়েছিল। এত সহজ গোল মিস। তারপর গোলে যাওয়া বল নিজের পায়ে লাগিয়ে নিল।’
২০২২-২৩ মৌসুমে লুকাকু সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ৩৭ ম্যাচ। করেছেন ১৪ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে চ্যাম্পিয়নস লিগে করেছেন ৩ গোল।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
৮ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
১১ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১১ ঘণ্টা আগে