রিয়ালের বিপক্ষে ‘বিশেষ কিছু’ করবে চেলসি, ল্যাম্পার্ডের বিশ্বাস
ভুলে যাওয়ার মতো এক রাতই গতকাল কাটিয়েছে চেলসি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তো হেরেছেই, একই সঙ্গে চেলসির এক ফুটবলার দেখেছেন লাল কার্ড। ম্যাচ হারলেও আশা হারাননি ফ্র্যাংক ল্যাম্পার্ড। রিয়ালের বিপক্ষে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন চেলসির অন্তর্বর্তীকালীন