Ajker Patrika

রিয়ালের বিপক্ষে ‘বিশেষ কিছু’ করবে চেলসি, ল্যাম্পার্ডের বিশ্বাস

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৫: ৪৬
Thumbnail image

ভুলে যাওয়ার মতো এক রাতই গতকাল কাটিয়েছে চেলসি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তো হেরেছেই, একই সঙ্গে চেলসির এক ফুটবলার দেখেছেন লাল কার্ড। ম্যাচ হারলেও আশা হারাননি ফ্র্যাংক ল্যাম্পার্ড। রিয়ালের বিপক্ষে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন চেলসির অন্তর্বর্তীকালীন এই কোচ।

সান্টিয়াগো বার্নাব্যুতে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ-চেলসি। দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে যায় চেলসি। ৫৯ মিনিটে রিয়াল স্ট্রাইকার রদ্রিগোর জার্সি ধরে সজোরে টান দিয়েছেন চিলওয়েল। তাতে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেন চিলওয়েল। ১০ জনের এই চেলসি হেরেছে ২-০ গোলে। এই ম্যাচে চেলসির লক্ষ্য বরাবর রিয়াল শট করে ১০টি। তবে গোলরক্ষক কেপা অ্যারিজাবালাগার নৈপুণ্যে দুটির বেশি গোল হজম করেনি ব্লুজরা। ফিরতি লেগে ভালো করতে ল্যাম্পার্ডকে যেন আত্মবিশ্বাস জোগাচ্ছে চেলসি গোলরক্ষকের দুর্দান্ত কিছু সেইভ। চেলসির অন্তর্বর্তীকালীন কোচ বলেন, ‘বিশেষ কিছু ঘটতে পারে স্ট্যামফোর্ড ব্রিজে। আমার নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।’

২-০তে পিছিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্টামফোর্ড ব্রিজে খেলবে রিয়াল মাদ্রিদ-চেলসি। ১৮ এপ্রিল হবে এই ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত