Ajker Patrika

রদ্রি দেখালেন, এভাবে নায়ক হওয়া যায়

আপডেট : ১১ জুন ২০২৩, ১০: ৩৩
রদ্রি দেখালেন, এভাবে নায়ক হওয়া যায়

তারাদের মেলায় ম্যানচেস্টার সিটিতে রদ্রি নামটা প্রায়ই থেকে যায় আড়ালে। তেমন একটা আলোচনা তাঁকে নিয়ে হয় না বললেই চলে। আর ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে গতকাল এই রদ্রিই হলেন নায়ক।

২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গতকাল ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ছিল ইন্টার মিলান। আক্রমণ ও প্রতি আক্রমণ হলেও কেউ খুলতে পারেনি গোলমুখ। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে গোলমুখ খোলে সিটি। সিটির এই গোলটি হয়েছে অনেক নাটকীয়তায়। ডি বক্সের কাছাকাছি গিয়ে ম্যানুয়েল আকাঞ্জি পাস দিয়েছেন বার্নার্দো সিলভাকে। সিলভা শট নিতে গেলে তা ইন্টার ডিফেন্ডার মাত্তেও দার্মিয়ানের শরীরে লেগে বল ঘুরে যায়। তখন হ্যান্ডবলের আবেদন করছিলেন সিটির ফুটবলাররা। এই সুযোগে দৌড়ে এসে সজোরে শট করেন রদ্রি। সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের শট ইন্টার গোলরক্ষক আন্দ্রে ওনানাকে ফাঁকি দিয়ে খুঁজে পেয়েছে আসল ঠিকানা। ১-০ গোলের জয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে সিটি।

সিটির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ে ম্যাচসেরা হয়েছেন রদ্রি। ফাইনাল-সেরা স্প্যানিশ এই ফুটবলার ম্যাচ শেষে বলেন, ‘আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। অবশেষে স্বপ্ন সত্যি হয়েছে। বিগত বছরগুলোতে আমরা খুব কাছাকাকাছি ছিলাম। যে দলের বিপক্ষে আমরা ফাইনাল খেলেছি, যেভাবে তারা রক্ষণভাগ সামলেছে, পাল্টা আক্রমণ করেছে, তাতে এটা (চ্যাম্পিয়নস লিগ জয়) সহজ ছিল না। উদ্‌যাপন আমাদের প্রাপ্য।’

এবারের মৌসুমে সব মিলিয়ে রদ্রি খেলেছেন ৫৬ ম্যাচ। তার মধ্যে ৫২ ম্যাচেই ছিলেন শুরুর একাদশে। পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এক মৌসুমে কোনো ফুটবলারকে ম্যাচ খেলানোয় দ্বিতীয় সর্বোচ্চ। এখানে শীর্ষে লিওনেল মেসি। ২০১১-১২ মৌসুমে বার্সেলোনার শুরুর একাদশের ৫৭ ম্যাচে ছিলেন মেসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত