বয়স ৯৬, তবু মেলেনি ভাতা
৭২, ৮৭, ৯৬ আর কত বয়স হলে বয়স্ক হবেন তারা? বৃদ্ধ মো. আবু তালেবের বয়স হয়েছে ৯৬, মো. নওশের আলীর বয়স ৮৭ ও মোছা. সামছুন্নাহারের ৭২ বছর বয়স হয়েছে। তবুও বয়স্ক হতে পারেননি অসচ্ছল এসব ব্যক্তি! পান না বয়স্ক বা সরকারি অন্য কোনো ভাতা। অথচ তাঁদের সামনেই গ্রামের ৪৫–৫০ বছর বয়সীরাও বয়স্ক ভাতা পাচ্ছেন।