Ajker Patrika

চৌগাছার দুই ইউপি সদস্যের সাময়িক বহিষ্কারাদেশ হাইকোর্টে স্থগিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি
Thumbnail image

যশোরের চৌগাছার ফুলসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনার বিশ্বাস এবং পাতিবিলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিশারত হোসেন বিশের সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। 

দুই ইউপি সদস্যের আলাদা দুটি রিট পিটিশনের (নম্বর-২৮৪৬ ও ২৮৪৭) শুনানি শেষে গত ২২ আগস্ট ও ১৫ জুলাই আলাদা আদেশে হাইকোর্ট বিভাগের বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দেওয়া হয়। 

আদালত ২২ আগস্ট আনার বিশ্বাস এবং ১৫ জুলাই বিশারত হোসেন বিশের সাময়িক বহিষ্কারাদেশ আগামী ৬ মাসের জন্য অথবা একটি নির্বাচনের তফসিল ঘোষণা না করা পর্যন্ত স্থগিত করেন। এরপর ১৩ সেপ্টেম্বর তাঁরা আদালতের লিখিত আদেশের কপি পেয়েছেন। 
 
আদালতে দুই ইউপি সদস্যের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট উজ্জল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) ফারহানা পারভীন বিথি, কালিপদ মৃধা ও মো. রেজাউল হক। 

এর আগে তাঁদের বিরুদ্ধে স্থানীয়দের আনা দুর্নীতির অভিযোগ তদন্তের পর আনার হোসেনকে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি এবং বিশারত হোসেন বিশেকে ২০২০ সালের ১০ ডিসেম্বর সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার বিভাগ। 

বুধবার তাঁরা আদেশের কপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত