Ajker Patrika

‘মৃত’ থেকে জীবিত ১৯ ভোটার

আজিজুর রহমান, চৌগাছা (যশোর)
Thumbnail image

যশোরের চৌগাছায় মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সেই ১৯ নারী-পুরুষ অবশেষে ‘জীবিত’ হয়েছেন। এ ছাড়া আরও ৫ নারী-পুরুষ ‘জীবিত’ হওয়ার জন্য আবেদন করেছেন।

তথ্য সংগ্রহ ও নিবন্ধনকারীদের ভুলে এত দিন এসব ভোটার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকা সত্ত্বেও নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে এখন আবেদন করা ১৯ ভোটারের তথ্য সংশোধন করা হয়েছে। তাঁদের জীবিত দেখানো হচ্ছে সেখানে।

বছরের পর বছর ধরে উপজেলা নির্বাচন অফিসে জীবিত হওয়ার জন্য বারবার কাগজপত্র জমা দিয়েও তাঁরা ‘জীবিত’ হতে পারছিলেন না। এসব ব্যক্তি ‘জীবিত’ হিসেবে ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেন। গত ৭ জুন উপজেলা নির্বাচন অফিস আবেদনগুলি নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বরাবর পাঠায়।

নিবন্ধন অনুবিভাগে পাঠানো চিঠিতে উপজেলা নির্বাচন অফিস লেখে “নিম্নোক্ত ভোটারগণ সকলে ‘জীবিত’ থাকা সত্ত্বেও তাঁদের ‘মৃত’ হিসেবে কর্তন করা হয়েছে। যেহেতু উক্ত ভোটারগণ সকলে অত্র উপজেলার স্থায়ী বাসিন্দা এবং সকলে জীবিত ব্যক্তি সেহেতু ভোটার তালিকায় তাঁদের নাম ‘জীবিত’ হিসেবে পুনঃ অন্তর্ভুক্তির ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। ”

ফের ‘জীবিত’রা হলেন চৌগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বাকপাড়া গ্রামের আব্দুল মান্নান শেখ, ১ নম্বর ওয়ার্ডের ইছাপুরের নুরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের কারিগরপাড়ার হাবিবুর রহমান ও মালোপাড়ার আন্না রানী। পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ওসমান সরদার, মুক্তদহ গ্রামের হাফিজুর রহমান, নিয়ামতপুর গ্রামের সিরাজুল ইসলাম ও পাতিবিলা গ্রামের ইছাহক মিয়া। সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়ার আব্দুল করিম ও রামকৃষ্ণপুর গ্রামের শাহানুর মণ্ডল। স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামের জামেনা খাতুন, গদাধরপুরের আম্বিয়া খাতুন ও বাজে খড়িঞ্চা গ্রামের মো. মফিজ। নারায়নপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের আয়ুব হোসেন ও দাউদ হোসেন, একই ইউনিয়নের নারায়নপুর গ্রামের শহিদুল ইসলাম মৃধা ও পেটভরা গ্রামের কায়েম আলী বিশ্বাস। ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের হামিদা এবং পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের ইমান আলী। 

এ দিকে ১৯ জনের ‘জীবিত’ হওয়ার পর গত রোববার পর্যন্ত নতুন করে ‘জীবিত’ হতে আবেদন করেছেন আরও ৫ নারী-পুরুষ। তাঁরা হলেন ফুলসারা ইউনিয়নের সলুয়া গ্রামের ইমদাদুল হক, নারায়নপুর ইউনিয়নের বুন্দেলীতলা গ্রামের হানিফ আলী, পাশাপোল গ্রামের নাজমা বেগম, হাকিমপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের সাফিয়া বেগম ও সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের খদেজা বেগম।

আবেদনকারী খদেজা বেগম বলেন, করোনার টিকার নিবন্ধন করতে গিয়ে শুনি আমি নাকি ‘মৃত’। পরে নির্বাচন অফিসে ‘জীবিত’ হওয়ার জন্য আবেদন করেছি। 

মুক্তদহ গ্রামের হাফিজুর রহমান বলেন, ‘জীবিত’ হতে পেরে ভালো লাগছে। গত ২৪ মার্চ ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে তাঁরা বলেন, আপনার আইডি কার্ড নকল। আমি চ্যালেঞ্জ করলে অন্য কম্পিউটারে চেক করে বলেন, এই কার্ডের কোনো তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। তখন উপজেলা নির্বাচন অফিসে গেলে কম্পিউটারে চেক করে বলেন ‘আপনি তো মৃত’। আমি বলি, কীভাবে মৃত হলাম? আমিই তো হাফিজুর। তাঁরা আমাকে বলেন, চেয়ারম্যানের সনদসহ কিছু কাগজ জমা দিতে। প্রথমে একবার কাগজপত্র জমা দিই। এক সপ্তাহ পরে শুনি আমার কাগজপত্র অফিসে নেই। আবার সব কাগজপত্র দিই।

চৌগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাকপাড়া গ্রামের আব্দুল মান্নান শেখ বলেন, ২০১৮ সালে সংসদ নির্বাচনের সময় ভোটার তালিকায় দেখি আমার নাম নেই। তবে ভোট দিয়েছিলাম। সমস্যা হয়নি। ২০১৯ সালে উপজেলা নির্বাচনে ভোট দিতে গিয়ে আর দিতে পারিনি। নির্বাচন অফিসে গিয়ে দেখি ‘মৃত’ দেখিয়ে আমাকে বাদ দেওয়া হয়েছে। এরপর দুইবার বিভিন্ন কাগজপত্র সেখানে জমা দিই। দু’বারই সেগুলো ঢাকা থেকে ফেরত আসে। পরে তাঁরা আমাকে জানান, মেয়র ও কাউন্সিলরের প্রত্যয়নসহ কাগজপত্র জমা দিতে হবে। তাঁর অভিযোগ ‘সাবেক একজন ইউপি সদস্যের কারসাজিতে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বলেন, উপজেলায় ১৯ জন ‘মৃত’ দেখানো ব্যক্তির তথ্য সংশোধন করা হয়েছে। তাঁরা আগের আইডি কার্ডেই সব কাজ করতে পারবেন।

নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বলেন, নতুন আবেদনকারীদের তালিকায় পুনঃ অন্তর্ভুক্ত করার জন্য ইসি সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানো হবে।

এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বলেন, হালনাগাদের সময় মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারীদের বিষয়ে নির্বাচন কমিশন ইচ্ছা করলে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত