চৌগাছায় ১২ ঘণ্টায় ৩ জনের আত্মহত্যার চেষ্টা, মৃত ২
যশোরের চৌগাছায় ১২ ঘণ্টার ব্যবধানে তিনজনের আত্মহত্যার চেষ্টায় দুজন মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের চন্টু মিয়া (৪৫) ও পাশাপোল ইউনিয়নের পাশাপোল মাঝেরপাড়ার কামাল হোসেন (৩৫)।