ঝিকরগাছা ও চৌগাছা প্রতিনিধি
জেলে ও বিদেশে বসে মনোনয়নপত্র জমা দেওয়া এবং কেউ কেউ প্রাপ্ত বয়স্ক না হওয়াসহ বিভিন্ন কারণে ১২ জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা।
গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের শেষ দিন ছিল। এ দিন যশোরের ঝিকরগাছা ও চৌগাছায় ২২ ইউপির দুই চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
ঝিকরগাছা: ঝিকরগাছায় ১১ ইউপিতে চেয়ারম্যান পদে একজন ও সাধারণ সদস্য পদে ৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর আগে উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য পদে ৪৬২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৯ জন মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন সূত্রে জানা গেছে, ঝিকরগাছা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী লিয়াকত হোসেন ঋণ খেলাপির দায়ে নির্বাচনের অযোগ্য হয়েছেন।
এ ছাড়া উপজেলাব্যাপী সাধারণ সদস্য পদে চারজনের প্রার্থিতা বাতিল হয়েছে। শিমুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মনোনয়ন দাখিলকারী আবুবকর সিদ্দিক মৃত্যুবরণ করায় তাঁর মনোনয়ন বাতিল হয়েছে।
চৌগাছা: দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে যশোর চৌগাছায় এক চেয়ারম্যান প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
বাতিল হওয়ারা হলেন ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চাঁদনী আক্তার। ১ নম্বর ফুলসারা ইউনিয়নের সংরক্ষিত ৩,৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সাথী সুলতানা, ৪ নম্বর ধুলিয়ানী ইউনিয়নের ৭ নম্বর সাধারণ ওয়ার্ডের শফিকুল ইসলাম, ৬ নম্বর জগদীশপুর ইউনিয়নের ৩ নম্বর সাধারণ ওয়ার্ডের মোস্তফা কামাল, ৯ নম্বর স্বরুপদাহ ইউনিয়নের ১ নম্বর সাধারণ ওয়ার্ডের আবু কালাম (আজাদ) এবং ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের প্রার্থী মামুন হাসান।
চৌগাছার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, চেয়ারম্যান প্রার্থী চাঁদনী আক্তার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেও মনোনয়নের সমর্থনে দলীয় প্রতীক বরাদ্দপত্র না দেওয়ায়, সংরক্ষিত সদস্য প্রার্থীর বয়স না হওয়া, পুরুষ প্রার্থীদের মধ্যে একজন বিদেশে থেকে মনোনয়ন জমা দেওয়া, একজন জেলখানায় থেকে মনোনয়ন জমা দেওয়া এবং অন্য দুজনের বয়স না হওয়ায় তাঁদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
তিনি জানান, এদের মধ্যে ধুলিয়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শফিকুল ইসলাম জেলখানায় থেকে মনোনয়নপত্র দাখিল করেন। তাঁর পক্ষে আপিল করার জন্য নকল গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক না পেলেও উপজেলা দুটিতে অন্তত ৪২ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাঁরা সবাই আওয়ামী লীগের নেতা। যারা ইউনিয়নসহ বিভিন্ন শাখার পদে রয়েছেন।
আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থিতা নির্বাচনে জয়–পরাজয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন নেতা ও ভোটারেরা।
এ দিকে চৌগাছা ও ঝিকরগাছায় বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। ফলে ধানের শীষ প্রতীকে এখানে কোনো প্রার্থী ভোটে দাঁড়াননি।
তবে বিএনপি একাধিক নেতা–কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।
জেলে ও বিদেশে বসে মনোনয়নপত্র জমা দেওয়া এবং কেউ কেউ প্রাপ্ত বয়স্ক না হওয়াসহ বিভিন্ন কারণে ১২ জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা।
গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের শেষ দিন ছিল। এ দিন যশোরের ঝিকরগাছা ও চৌগাছায় ২২ ইউপির দুই চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
ঝিকরগাছা: ঝিকরগাছায় ১১ ইউপিতে চেয়ারম্যান পদে একজন ও সাধারণ সদস্য পদে ৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর আগে উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য পদে ৪৬২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৯ জন মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন সূত্রে জানা গেছে, ঝিকরগাছা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী লিয়াকত হোসেন ঋণ খেলাপির দায়ে নির্বাচনের অযোগ্য হয়েছেন।
এ ছাড়া উপজেলাব্যাপী সাধারণ সদস্য পদে চারজনের প্রার্থিতা বাতিল হয়েছে। শিমুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মনোনয়ন দাখিলকারী আবুবকর সিদ্দিক মৃত্যুবরণ করায় তাঁর মনোনয়ন বাতিল হয়েছে।
চৌগাছা: দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে যশোর চৌগাছায় এক চেয়ারম্যান প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
বাতিল হওয়ারা হলেন ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চাঁদনী আক্তার। ১ নম্বর ফুলসারা ইউনিয়নের সংরক্ষিত ৩,৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সাথী সুলতানা, ৪ নম্বর ধুলিয়ানী ইউনিয়নের ৭ নম্বর সাধারণ ওয়ার্ডের শফিকুল ইসলাম, ৬ নম্বর জগদীশপুর ইউনিয়নের ৩ নম্বর সাধারণ ওয়ার্ডের মোস্তফা কামাল, ৯ নম্বর স্বরুপদাহ ইউনিয়নের ১ নম্বর সাধারণ ওয়ার্ডের আবু কালাম (আজাদ) এবং ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের প্রার্থী মামুন হাসান।
চৌগাছার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, চেয়ারম্যান প্রার্থী চাঁদনী আক্তার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেও মনোনয়নের সমর্থনে দলীয় প্রতীক বরাদ্দপত্র না দেওয়ায়, সংরক্ষিত সদস্য প্রার্থীর বয়স না হওয়া, পুরুষ প্রার্থীদের মধ্যে একজন বিদেশে থেকে মনোনয়ন জমা দেওয়া, একজন জেলখানায় থেকে মনোনয়ন জমা দেওয়া এবং অন্য দুজনের বয়স না হওয়ায় তাঁদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
তিনি জানান, এদের মধ্যে ধুলিয়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শফিকুল ইসলাম জেলখানায় থেকে মনোনয়নপত্র দাখিল করেন। তাঁর পক্ষে আপিল করার জন্য নকল গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক না পেলেও উপজেলা দুটিতে অন্তত ৪২ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাঁরা সবাই আওয়ামী লীগের নেতা। যারা ইউনিয়নসহ বিভিন্ন শাখার পদে রয়েছেন।
আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থিতা নির্বাচনে জয়–পরাজয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন নেতা ও ভোটারেরা।
এ দিকে চৌগাছা ও ঝিকরগাছায় বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। ফলে ধানের শীষ প্রতীকে এখানে কোনো প্রার্থী ভোটে দাঁড়াননি।
তবে বিএনপি একাধিক নেতা–কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।
বাঙালি মুসলমানের মনে একটা অদ্ভুত ধারণা ভিত্তি পেয়েছে। তাদের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ব্রিটিশ যুগে এসেই মুসলমানরা বঞ্চিত হয়েছে। তুর্কি-মোগলদের শাসনামলে বাঙালি মুসলমানরা ধনে-মানে-শিক্ষায়-সংস্কৃতিতে এগিয়ে ছিল। ব্রিটিশরা এসে তাদের সেই অবস্থা থেকে টেনে নামিয়েছে। আর তারই সুযোগ নিয়েছে হিন্দু সম্প্রদায়।
১ few সেকেন্ড আগেসৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
১ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪