Ajker Patrika

বাগ্‌বিতণ্ডায় বিএনপির কমিটি স্থগিত

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১১: ৪৭
বাগ্‌বিতণ্ডায় বিএনপির কমিটি স্থগিত

আহ্বায়ক কমিটির সভা আহ্বানকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের নেতাদের বৈঠকে বাগ্‌বিতণ্ডার জেরে চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে যশোর জেলা বিএনপি। জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সম্প্রতি যশোর জেলা কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। সে লক্ষ্যে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সব উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের একটি রূপরেখা হাতে নেয় জেলা বিএনপি। সেই সূত্র ধরে উপজেলা কমিটির আহ্বায়ক জহুরুল ইসলাম গতকাল শনিবার উপজেলা আহ্বায়ক কমিটির সভা আহ্বান করেন। তবে অপরপক্ষ তাঁদের সঙ্গে আলোচনা ছাড়াই সভা আহ্বান করা হয়েছে অভিযোগে সভায় যেতে অস্বীকৃতি জানায়।

বিষয়টি নিয়ে গত শুক্রবার জেলা বিএনপির অফিসে জেলা কমিটির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এক জরুরি সভায় জেলার সিনিয়র নেতাদের সঙ্গে চৌগাছা উপজেলা কমিটির আহ্বায়ক এবং চার যুগ্ম আহ্বায়ক অংশ নেন। সভায় বিভিন্ন বিষয় নিয়ে চৌগাছার আহ্বায়ক কমিটির দুপক্ষ মুখোমুখি অবস্থান নেয়। তর্কাতর্কির একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে জেলা কমিটি সভা স্থগিত করে।

পরে জেলা কমিটির সদস্যসচিব প্রেস রিলিজে যশোর জেলা বিএনপির সিনিয়র নেতাদের এক জরুরি সভায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সব কার্যক্রম স্থগিত করেন।

দলের সূত্রগুলো জানায়, চৌগাছা উপজেলা বিএনপির ৩৬ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় ২০১৯ সালের ১২ নভেম্বর। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম ও সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু এই কমিটির অনুমোদন দেন। জহুরুল ইসলামকে আহ্বায়ক, ইউনুচ আলী, এমএ সালাম, পাতিবিলা ইউপির চেয়ারম্যান আতাউর রহমান লাল ও হাকিমপুর ইউপির চেয়ারম্যান মাসুদুল হাসানকে যুগ্ম আহ্বায়ক এবং অন্য ৩১ জনকে কমিটির সদস্য করা হয়।

আহ্বায়ক কমিটি গঠনের পর থেকেই আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান লাল ও মাসুদুল হাসানের নেতৃত্বে একটি পক্ষ এবং যুগ্ম আহ্বায়ক ইউনুচ আলী ও এম এ সালামের নেতৃত্বে অপর পক্ষ সাংগঠনিক বিষয়ে বিবাদে জড়ান।

জেলার জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও দলীয় বিভিন্ন কর্মসূচি দুপক্ষ আলাদাভাবেই করতে থাকে। এরই মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে উপজেলা আহ্বায়ক কমিটির সভা আহ্বান নিয়ে এই উদ্ভূত পরিস্থিতির তৈরি হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ সালাম বলেন, ‘আলোচনা না করে আহ্বায়ক কমিটির সভা আহ্বানসহ বিভিন্ন বিষয়ে জটিলতার কারণে জেলা বিএনপি উপজেলা আহ্বায়ক কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত