চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় আমজাদ হোসেন ময়না (৫৭) নামে এক ইউপি সদস্য প্রার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দিঘলসিংহা গ্রামের বাসিন্দা। রোববার সকাল নয়টায় তাঁর নিজ বাড়ির পাশের একটি পারিবারিক কবরস্থানের গাছ থেকে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।
আমজাদ হোসেন ময়না আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চৌগাছা সদর ইউনিয়নের দিঘলসিংহা ওয়ার্ড থেকে আওয়ামী লীগের হয়ে ইউপি সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এবং গণসংযোগ করছিলেন।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আমজাদ হোসেনের প্রথম স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গেছেন। সেখানে তাঁর দুজন পুত্র সন্তান রয়েছে। ছোট ছেলে জিহাদ হোসেন চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি আবার বিয়ে করেন। সেখানে তার একটি মেয়ে সন্তান রয়েছে। পারিবারিক কলহে কয়েক দিন আগে দ্বিতীয় স্ত্রী বাবার বাড়ি চলে যান। এসব নিয়ে মানসিক অশান্তিতে ভুগছিলেন ছিলেন তিনি। আজ সকালে ঘুম থেকে উঠে তাঁকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে গিয়ে সকালে নুর ইসলাম সরদারের পারিবারিক কবরস্থানের একটি পিটুলি গাছে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় উদ্ধারের পর দেখা যায় তিনি মৃত।
পরিবারের জানিয়েছেন, তিনি মানসিক দিক দিয়ে বিপর্যস্ত ছিলেন। মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।
এই ঘটনায় চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, তিনি কিছুদিন ধরেই পারিবারিক কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দিয়েছে পুলিশ। আজ আছরের নামাজের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
যশোরের চৌগাছায় আমজাদ হোসেন ময়না (৫৭) নামে এক ইউপি সদস্য প্রার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দিঘলসিংহা গ্রামের বাসিন্দা। রোববার সকাল নয়টায় তাঁর নিজ বাড়ির পাশের একটি পারিবারিক কবরস্থানের গাছ থেকে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।
আমজাদ হোসেন ময়না আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চৌগাছা সদর ইউনিয়নের দিঘলসিংহা ওয়ার্ড থেকে আওয়ামী লীগের হয়ে ইউপি সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এবং গণসংযোগ করছিলেন।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আমজাদ হোসেনের প্রথম স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গেছেন। সেখানে তাঁর দুজন পুত্র সন্তান রয়েছে। ছোট ছেলে জিহাদ হোসেন চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি আবার বিয়ে করেন। সেখানে তার একটি মেয়ে সন্তান রয়েছে। পারিবারিক কলহে কয়েক দিন আগে দ্বিতীয় স্ত্রী বাবার বাড়ি চলে যান। এসব নিয়ে মানসিক অশান্তিতে ভুগছিলেন ছিলেন তিনি। আজ সকালে ঘুম থেকে উঠে তাঁকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে গিয়ে সকালে নুর ইসলাম সরদারের পারিবারিক কবরস্থানের একটি পিটুলি গাছে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় উদ্ধারের পর দেখা যায় তিনি মৃত।
পরিবারের জানিয়েছেন, তিনি মানসিক দিক দিয়ে বিপর্যস্ত ছিলেন। মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।
এই ঘটনায় চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, তিনি কিছুদিন ধরেই পারিবারিক কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দিয়েছে পুলিশ। আজ আছরের নামাজের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চট্টগ্রামের আনোয়ারায় চোর সন্দেহে নিজাম উদ্দিন প্রকাশ আব্দুল মান্নান (৩২) নামের এক অটোচালককে মারধর করে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মনছুর (৩৫) ও মিনহাজ (২২) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৬ মিনিট আগেটঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা মব তৈরি করে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার চেষ্টা করে। আমরা উদ্ধার অভিযান চালানো আপৎকালীন কর্মীদের নিরাপদে সরিয়ে নিই। এরপর সন্ধ্যা ৭টায় উদ্ধার কার্যক্রম আজকের মতো সমাপ্তি ঘোষণা করা হয়। আগামীকাল (মঙ্গল) যদি সে
১৪ মিনিট আগেপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থান শুধু ঢাকার নয়, চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম দুর্গ। চট্টগ্রাম ছিল আমাদের অহংকার। এই জনপদ থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি হয়েছিল।’
১৫ মিনিট আগে২০২৪ সালের ২৭ জুলাই রাজধানীর পল্টন মোড়ে কারফিউ ভেঙে ‘হামার বেটাক মারলু ক্যানে’ শীর্ষক নারীদের যে প্রতিবাদ সমাবেশ হয়েছিল, তার বর্ষপূর্তি স্মরণে এবার শাহবাগে তিন দফা দাবিতে নারী সংগঠনগুলোর পক্ষ থেকে সমাবেশ করা হয়েছে।
২২ মিনিট আগে