Ajker Patrika

কারফিউ ভাঙার বর্ষপূর্তি: শাহবাগে নারী সংগঠনগুলোর তিন দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কারফিউ ভেঙে নারীদের ঐতিহাসিক সমাবেশের বর্ষপূর্তি: শাহবাগে নারী সংগঠনগুলোর তিন দফা দাবি। ছবি: আজকের পত্রিকা
কারফিউ ভেঙে নারীদের ঐতিহাসিক সমাবেশের বর্ষপূর্তি: শাহবাগে নারী সংগঠনগুলোর তিন দফা দাবি। ছবি: আজকের পত্রিকা

২০২৪ সালের ২৭ জুলাই রাজধানীর পল্টন মোড়ে কারফিউ ভেঙে ‘হামার বেটাক মারলু ক্যানে’ শীর্ষক নারীদের যে প্রতিবাদ সমাবেশ হয়েছিল, তার বর্ষপূর্তি স্মরণে এবার শাহবাগে তিন দফা দাবিতে নারী সংগঠনগুলোর পক্ষ থেকে সমাবেশ করা হয়েছে।

আজ সোমবার বিকেল ৫টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় বাম নারী সংগঠন, স্বতন্ত্র অধিকারকর্মী এবং প্রগতিশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

সমাবেশে অংশগ্রহণকারী নারীরা তিন দফা দাবি উত্থাপন করেন যার মধ্যে রয়েছে: তথ্য আপা প্রকল্পে কর্মরত নারীদের চাকরি দ্রুত রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা, কল্পনা চাকমা অপহরণ মামলা পুনরায় তদন্তের নির্দেশ ও লে. ফেরদৌসসহ অভিযুক্তদের বিচার। এ ছাড়া সমাবেশে উপস্থিত নারীরা পাহাড় ও সমতলের নারী ধর্ষণ, নিপীড়ন, ও মবসন্ত্রাসের বিচার এবং কারাগারে আটক সব বম নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

সমাবেশে নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, ‘গত বছরের ২৭ জুলাই নারীরা কারফিউ ভেঙে যে সাহসিকতা দেখিয়েছিল, আমরা সেই ঐতিহাসিক ঘটনার এক বছর পূর্তিতে আবারও দাঁড়িয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখছি যারা গণ-অভ্যুত্থানের সরকার দাবি করে তারাও পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের পথই অনুসরণ করছে। নারী নিপীড়ন, ধর্মের নামে সংখ্যালঘু নির্যাতন সবই আবার শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মানুষ ভেবেছিল সরকার বদলালে শ্বাস ফেলার জায়গা পাবে। কিন্তু বাস্তবতা হলো; শুধু সরকার বদলেছে, বাস্তবতা বদলায়নি।’

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট দীপাবলি। তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল, আমরা ভেবেছিলাম তা এবার বদলাবে। কিন্তু বাস্তবতা হলো; শুধু সরকার গেছে, নীতিগত কিছুই পরিবর্তন হয়নি।’

এ সময় পাহাড়ি আদিবাসী নারী সংগঠন, বাম ছাত্র সংগঠনসহ একাধিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত