Ajker Patrika

যশোরে চুরি হওয়া ভ্যান ১৭ দিন পর উদ্ধার, গ্রেপ্তার ১ 

প্রতিনিধি, চৌগাছা (যশোর)
যশোরে চুরি হওয়া ভ্যান ১৭ দিন পর উদ্ধার, গ্রেপ্তার ১ 

যশোরের চৌগাছার রায়হানের (১১) চুরি যাওয়া ভ্যান ১৭ দিন পর উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার রাত ৮টায় ভ্যানটি উদ্ধার করা হয়। এ সময় চোর চক্রের সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই সকাল সাড়ে ৭টায় চৌগাছার বেড়গোবিন্দপুর গ্রামের বাসিন্দা হজরত আলীর ছেলে রায়হান (১১) বাবার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বের হয়। চৌগাছা বাজার থেকে অজ্ঞাতনামা ২ ব্যক্তি ৫০০ টাকা ভাড়া চুক্তিতে ফ্রিজ কেনার কথা বলে তাকে ঝিকরগাছায় নিয়ে যায়। সেখানে তাকে নিয়ে ১ জন পেপার আনার জন্য গলিপথে যায়। অপরজন সেই সুযোগে ভ্যানটি নিয়ে চুরি করে। এ ঘটনায় ভ্যান হারিয়ে রায়হান কান্নাকাটি করতে থাকলে স্থানীয়রা সিএনজি করে তাকে চৌগাছায় পাঠিয়ে দেয়।

বিষয়টি জানতে পেরে রায়হানের বাবা হজরত আলী চৌগাছা থানায় মৌখিকভাবে অভিযোগ করলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। পরে গত বুধবার তিনি যশোর ডিবি অফিসে অভিযোগ করেন। যশোর পুলিশ সুপারের নির্দেশে বিষয়টি তদন্তে মাঠে নামে ডিবি।

যশোর ডিবির ওসি রুপন কুমার সরকার বলেন, তদন্তের শুরুতেই আন্তজেলার ভ্যান চোরদের ছবি দেখালে রায়হান সিরাজুল ইসলামকে শনাক্ত করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে যশোরের গাবতলার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদ আলী আব্বাসের মালিকানাধীন ভ্যান-অটোরিকশা সার্ভিসিং দোকান থেকে চোরাই ভ্যানটিসহ হাতেনাতে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় রায়হানের বাবা কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত