ভৈরবপাড়ের মাটি বিক্রি ইটভাটায়
জোয়ারাধার তৈরির জন্য দুই বছর আগে যশোরের চৌগাছায় ভৈরব নদ খনন করে সরকার। সে সময় খনন করা মাটি দিয়ে নদের দুই তীরে বাঁধ দেওয়া হয়, যেন বর্ষায় নদের পানি উপচে মাঠের ফসলের ক্ষতি না হয়। কিন্তু সেই বাঁধের মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দেওয়া হচ্ছে।