২৮৩ মণ ধান-পাট নিয়ে গেল চোর
যশোরের চৌগাছার দুটি আড়তে চুরির ঘটনা ঘটেছে। আড়ত দুটির তালা ভেঙে ২৮৩ মণ ধান, পাট, হলুদ ও মাষকলাই চুরি করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে শহরের চৌগাছা মহেশপুর সড়কের জেটিকেইউ দাখিল মাদ্রাসা সংলগ্ন আড়ত দুটি থেকে এই চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দুজন সকালে দোকানে এসে বিষয়টি দেখতে পেয়ে