Ajker Patrika

২৮৩ মণ ধান-পাট নিয়ে গেল চোর

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৬: ৩৩
Thumbnail image

যশোরের চৌগাছার দুটি আড়তে চুরির ঘটনা ঘটেছে। আড়ত দুটির তালা ভেঙে ২৮৩ মণ ধান, পাট, হলুদ ও মাষকলাই চুরি করা হয়।

গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে শহরের চৌগাছা মহেশপুর সড়কের জেটিকেইউ দাখিল মাদ্রাসা সংলগ্ন আড়ত দুটি থেকে এই চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দুজন সকালে দোকানে এসে বিষয়টি দেখতে পেয়ে চৌগাছা থানায় খবর দেন।

চুরি হওয়া পণ্যের মধ্যে ২২০ মণ ধান, ২৫ মণ পাট, ২৫ মণ হলুদ ও ১৩ মণ মাষকলাই রয়েছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যবসায়ীরা।

উপজেলার স্বরূপদাহ গ্রামের দুই ব্যবসায়ী সফিয়ার রহমান ও মারুফুল ইসলাম মেল্টু জানান, তাঁরা পাশাপাশি দুটি দোকানে আড়ত ব্যবসা করেন।

তিনি জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা দোকান বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার সকালে এসে দেখেন তাঁদের দোকান দুটির শাটার খোলা রয়েছে। মেঝেতে রাখা ধান ছড়ানো-ছিটানো।

তাঁরা আরও জানান, দোকানের সামনে ধান-পাট ওজন করার পাল্লা (কাটা) টাঙানো এবং কেজি-বাটখারা বাইরে রয়েছে। দোকানের মধ্যে বস্তায় ভরে রাখা কোনো ধান, হলুদ, কলাই এবং বোঝা বেঁধে রাখা পাট নেই। দোকানের সামনের এ অবস্থা এবং ট্রাকের চাকার দাগ দেখে তাঁরা মনে করছেন দোকানের সামনে ট্রাক রেখে তাতে করে এসব জিনিস নিয়ে পালিয়েছে চোরেরা।

ব্যবসায়ীরা জানান, চোরেরা এ সময় সফিয়ারের দোকান থেকে ৫০ মণ চিকন ধান, ২৫ মণ পাট যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা ও ক্যাশ বাক্সে থাকা নগদ ৫ হাজার টাকা নিয়ে গেছে। একইভাবে মারুফুলের দোকান থেকে ১৭০ মন চিকন ধান, ২৫ মণ কাচা হলুদ ও ১৩ মণ মাষকলাই যার আনুমানিক মূল্য ২ লখ ৩৪ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। ব্যবসায়ীরা জানান, সকালে এসে দেখে মনে হয়েছে এই ধান, পাট, হলুদ ও কলাই চোরেরা ট্রাকে বোঝাই করে চৌগাছার দিক দিয়ে নিয়ে গেছে। তাঁরা জানান, ঘটনা দেখে চৌগাছা থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ব্যবসায়ী মারুফুল ইসলাম বলেন, ‘পুলিশ এসেছিল। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত