Ajker Patrika

যশোরে কম্বল পেলেন ৭০০ শীতার্ত

চৌগাছা ও মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১২: ১০
Thumbnail image

যশোরের চৌগাছা ও মনিরামপুরে শীতার্তদের মাঝে ৭০০ কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে মনিরামপুরে নবনির্বাচিত এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ৪০০ এবং চৌগাছায় একটি সংগঠনের পক্ষ থেকে ৩০০ কম্বল বিতরণ করা হয়।

চৌগাছা: ঢাকাস্থ চৌগাছাবাসীর সংগঠন ‘চৌগাছা সমিতি-ঢাকা’র পক্ষ থেকে গত মঙ্গলবার শীতার্তদের কম্বল দেয়। উপজেলা পরিষদ সভাকক্ষে সমিতির পক্ষ থেকে কয়েক প্রতিবন্ধীর মাঝে বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ৩০০ কম্বল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করে সমিতি। এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা সমিতি-ঢাকা’র সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের পরিচালক এম ইদ্রিস সিদ্দিকী।

মনিরামপুর: মনিরামপুরে ৪০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার শ্যামকুড় ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন এ কম্বল বিতরণ করেন। এ সময় শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহীনুর রহমান শাহীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত