Ajker Patrika

বীর মুক্তিযোদ্ধা সবাই পাবেন সরকারি ঘর

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৬: ০৪
Thumbnail image

যশোরের চৌগাছার সব অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে পর্যায়ক্রমে সরকারি ঘর তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকী। তিনি অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের পরিচালকের দায়িত্বে রয়েছেন।

গতকাল মঙ্গলবার চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে প্রকল্পের অধীনে প্রথম পর্যায়ে বাড়িপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকী বলেন, ‘সরকার এই প্রকল্পের মাধ্যমে আগামী অক্টোবর মাসের মধ্যে প্রতি উপজেলায় ৪০ জন করে মোট ৩০ হাজার মুক্তিযোদ্ধাকে বাড়ি তৈরি করে দেবেন। যার প্রথম পর্যায়ে প্রতিটি উপজেলায় ১২টি করে বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে।’

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের পরিচালক বলেন, ‘প্রথম পর্যায়ের বাড়িগুলো আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আমি প্রকল্প পরিচালক হিসেবে কথা দিচ্ছি, পর্যায়ক্রমে উপজেলার সব অসচ্ছল মুক্তিযোদ্ধাকে এই বাড়ি নির্মাণ করে দেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সড়ক ও সেতু বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী আমিনুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত