চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলসহ সংশ্লিষ্ট কাউন্সিলরেরা ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।
একই সঙ্গে জমির মালিক দাবি করা ইয়াকুব্বর সরদারকে কোনো কাগজপত্র থাকলে তা নিয়ে চৌগাছা পৌরসভায় যাওয়ার নির্দেশ দেন।
তবে কপোতাক্ষ সেতুর পাশের জমি দখলে নিয়ে ঘর নির্মাণ করে আসা ইয়াকুব্বর সরদারের দাবি, তিনি জমি কিনে ঘর করছেন।
স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে গত শনিবার চৌগাছা পৌরসভার মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলসহ সংশ্লিষ্ট কাউন্সিলরেরা ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে পিরোজপুর জেলা থেকে আসা ইয়াকুব্বর সরদার কৌশলে কপোতাক্ষ নদের তীরের সরকারি জমি দখল শুরু করেন। তিনি প্রথমে থাকার জন্য ঝুপড়ি ঘর নির্মাণ করেন। ধীরে ধীরে নদের পাড়ের বেশ কয়েক বিঘা জমি নানা কৌশলে নিজের বাড়িঘর করেছেন। সম্প্রতি নতুন কপোতাক্ষ সেতু নির্মাণের পর সংযোগ সড়ক নির্মাণও শেষ হয়েছে। এরই মধ্যে ওই ব্যক্তি ঝুপড়ি ঘরের আড়ালে সেখানে আধপাকা বাড়ি নির্মাণ করেছেন।
শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, নদের মাঝে মাটি ফেলে কিছু জায়গায় টিনশেডের ঘর করেছে। কিছু খালি জায়গায় কংক্রিটের খুঁটি পুতে রাখা হয়েছে।
অভিযুক্ত ইয়াকুব্বর সরদার বলেন, কপোতাক্ষের পাড়ে অনেক খাস জমি আছে। এর মধ্যে ৬৬ শতক জমি ব্যক্তি মালিকানা হয়ে যায়। আমি ওই জমি স্থানীয় একজনের কাছ থেকে কিনে ঘর নির্মাণ করেছি। সেখানে পরিবার নিয়ে বাস করছি।’
চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল বলেন, ‘স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে জমির সপক্ষে কোনো কাগজপত্র থাকলে তা নিয়ে পৌরসভায় আসার নির্দেশ দেওয়া হয়েছে।’
যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলসহ সংশ্লিষ্ট কাউন্সিলরেরা ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।
একই সঙ্গে জমির মালিক দাবি করা ইয়াকুব্বর সরদারকে কোনো কাগজপত্র থাকলে তা নিয়ে চৌগাছা পৌরসভায় যাওয়ার নির্দেশ দেন।
তবে কপোতাক্ষ সেতুর পাশের জমি দখলে নিয়ে ঘর নির্মাণ করে আসা ইয়াকুব্বর সরদারের দাবি, তিনি জমি কিনে ঘর করছেন।
স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে গত শনিবার চৌগাছা পৌরসভার মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলসহ সংশ্লিষ্ট কাউন্সিলরেরা ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে পিরোজপুর জেলা থেকে আসা ইয়াকুব্বর সরদার কৌশলে কপোতাক্ষ নদের তীরের সরকারি জমি দখল শুরু করেন। তিনি প্রথমে থাকার জন্য ঝুপড়ি ঘর নির্মাণ করেন। ধীরে ধীরে নদের পাড়ের বেশ কয়েক বিঘা জমি নানা কৌশলে নিজের বাড়িঘর করেছেন। সম্প্রতি নতুন কপোতাক্ষ সেতু নির্মাণের পর সংযোগ সড়ক নির্মাণও শেষ হয়েছে। এরই মধ্যে ওই ব্যক্তি ঝুপড়ি ঘরের আড়ালে সেখানে আধপাকা বাড়ি নির্মাণ করেছেন।
শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, নদের মাঝে মাটি ফেলে কিছু জায়গায় টিনশেডের ঘর করেছে। কিছু খালি জায়গায় কংক্রিটের খুঁটি পুতে রাখা হয়েছে।
অভিযুক্ত ইয়াকুব্বর সরদার বলেন, কপোতাক্ষের পাড়ে অনেক খাস জমি আছে। এর মধ্যে ৬৬ শতক জমি ব্যক্তি মালিকানা হয়ে যায়। আমি ওই জমি স্থানীয় একজনের কাছ থেকে কিনে ঘর নির্মাণ করেছি। সেখানে পরিবার নিয়ে বাস করছি।’
চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল বলেন, ‘স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে জমির সপক্ষে কোনো কাগজপত্র থাকলে তা নিয়ে পৌরসভায় আসার নির্দেশ দেওয়া হয়েছে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৩ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৫ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২২ দিন আগে