Ajker Patrika

বাঁওড় দখল ও মাছ লুটের অভিযোগ

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ১৬
Thumbnail image

যশোরের চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে বল্লভপুর বাঁওড় দখলের চেষ্টা ও মাছ লুটের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষ থেকে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে।

সমিতির পক্ষে কার্তিক বিশ্বাস, তারক বিশ্বাস ও সরজিৎ কুমার রায় এই অভিযোগ দেন। এর আগে ওই ইউপি সদস্যের নেতৃত্বে বাঁওড়টি দখল হয়ে যাওয়ার শঙ্কায় গত ২ ডিসেম্বর চৌগাছা থানায় মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ইউপি সদস্য সাইফুল ইসলাম বিশ্বাস ও তাঁর সহযোগী শতাধিক লোকজন মঙ্গলবার বেলা ১টার দিকে অবৈধভাবে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে বাঁওড়ের চার থেকে পাঁচ লাখ টাকার মাছ ধরে নিয়ে গেছে। মাছ লুটের পর বাঁওড়ে কয়েক ড্রাম (ব্যারেল) পানি ঢেলে গ্রামে রটিয়ে দেন, তাঁরা বাঁওড়ে মাছের পোনা অবমুক্ত করেছেন। যা সম্পূর্ণ বেআইনি। একজন জনপ্রতিনিধির নেতৃত্বে প্রকাশ্যে হুমকি ও বাঁওড়ের লুটপাটের ঘটনায় আমরা আতঙ্কিত ও স্তম্ভিত। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে ধর্মীয় সংখ্যালঘু পরিবার এবং সমিতির সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।’

অভিযোগে আরও বলা হয়, ‘যশোর জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি চলতি বছরের ১৬ মার্চ তিন বছর মেয়াদে বল্লভপুর বাঁওড় বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূলে ইজারা দেয়। এর পর ১৬ জুন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষে সভাপতি কার্তিক বিশ্বাস চুক্তিনামায় স্বাক্ষর করেন। সমিতি নতুন করে বাঁওড় ইজারা পাওয়ায় স্থানীয় সুখপুকুরিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম জোরপূর্বক বাঁওড়ের ৪৮ শতাংশ শেয়ার লিখে দেওয়ার জন্য সমিতির সদস্যদের চাপ দিতে থাকেন। তিনি আগের মেয়াদে জোরপূর্বক ৪৮ শতাংশ শেয়ার লিখে নিয়েছিলেন। তবে সমিতির সদস্যরা শেয়ার লিখে দিতে রাজি হয়নি।’

বাঁওড় দখল ও মাছ লুটের অভিযোগের বিষয়ে সাইফুল ইসলামকে ফোন করা হলেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, ‘বল্লভপুর বাঁওড় দখলের চেষ্টা ও মাছ লুটের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত