Ajker Patrika

১ দিনে চারজনের আত্মহত্যার চেষ্টা

চৌগাছা প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৮: ৩৩
Thumbnail image

যশোরের চৌগাছায় একদিনে চারজন আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁদের তিনজন পারিবারিক কলহের জের ধরে এবং একজন এসএসসি পরীক্ষায় ফেল করে।

গত বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময় আত্মহত্যার চেষ্টা কারা এসব ব্যক্তিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তারপিন পান করে এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। তার বাড়ি উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর গ্রামে। সে এবার আমজামতলা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

অন্যরা হলেন নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের সজিব (২৫), চৌগাছা সদর ইউনিয়নের কয়ারপাড়া গ্রামের নাহিদ হাসান এবং একই ইউনিয়নের বেড়গোবিন্দুর গ্রামের এক তরুণী।

হাসপাতালে সাংবাদিকদের কাছে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর বাবা জানান, বৃহস্পতিবার দুপুরে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তাঁর ছেলে জানতে পারে সে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে। এতে লোকলজ্জার ভয়ে সে তারপিন পান করে আত্মহত্যার চেষ্টা করে।

আত্মহত্যা চেষ্টাকারী সজিবের মা ছকিনা বেগম বলেন, ‘সজিব এক বছর অগে বিয়ে করেছে। এখন সজিবের স্ত্রী সজিবের কাছে আসতে চাইছে না। এতে অভিমান করে গতকাল দুপুরে কীটনাশক পান করে। বিষয়টি বুঝতে পেরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।’

অপরজন নাহিদ হাসান তার মামার ওপরে অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আত্মহত্যার চেষ্টায় যাঁরা ভর্তি রয়েছেন তাঁরা এখন শঙ্কামুক্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত